v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-30 14:57:01    
৩০ সেপ্টেম্বর

cri
    ** শুল্ক আর বাণিজ্যের সাধারণ চুক্তি " গ্যাট ( GATT)" এর বিশেষ সম্মেলন অনুষ্ঠিত

    শুল্ক আর বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তি গ্যাট ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তার প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন সদস্য দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সমন্বিত করা , যাতে শুল্কের বাধা ও আন্তর্জাতিক বাণিজ্যিক বৈষম্য দূর করা যায় । ১৯৮৫ সাল পর্যন্ত গ্যাটের উদ্যোগে মোট সাতবার বহু পাক্ষিক বাণিজ্যিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ৭০ দশকের শেষ দিকে এবং ৮০ দশকের শুরুতে বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রে মন্দা চলছিল, বাণিজ্যিক সংরক্ষণবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠে , অ-শুল্ক সংক্রান্ত বাধা-বিশিষ্ট " নতুন বাণিজ্যিক সংরক্ষণবাদ " প্রকট হওয়ায় বিশ্বের বাণিজ্যের স্বাভাবিক উন্নয়ন গুরুতরভাবে ব্যাহত হয়। ১৯৮৫ সালের ৩০ সেপ্টেম্বর গ্যাট চুক্তি স্বাক্ষরকারী দেশের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং নতুন দফা বহু পাক্ষিক বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয় হয় । ১৯৮৬ সালের সেপ্টেম্বরে গ্যাট চুক্তি স্বাক্ষরকারী দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলন উরুগুয়েতে আয়োজিত হয়, তাতে অষ্টম দফা বহু পাক্ষিক বাণিজ্যিক বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এটাকে " উরুগুয়ে রাউন্ড" বৈঠক বলা হয় ।

    ** ভারতে প্রবল ভূমিকম্প

    ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাতুর জেলায় রিক্টার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয় এবং তাতে সাতটি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়। এতে মোট ২১ হাজারেরও বেশি লোক নিহত হয় এবং ১০ হাজার জনেরও বেশি আহত হয়। ৫০টিরও বেশি গ্রাম ধ্বংস্তুপে পরিণত হয় , তাতে আরো ১২ হাজার লোক ধ্বংস স্তুপের নিচে চাপা পড়ে । ৫০ বছর ধরে ভারতে এবারকার ভূমিকম্পেই সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছে।

    ** মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের নেতা মোরেলোসের জন্ম

    ১৭৬৫ সালের ৩০ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের বিখ্যাত নেতা, মেক্সিকোর " ইতিহাসের সবচেয়ে মহান নেতাদের অন্যতম" মোরেলোসের জন্ম হয় । তাঁর পিতা একজন ছুতার ছিলেন। যখন মোরেলোসের বয়স শুধু ১৪ বছর, তখন তাঁর পিতা মারা যান, পরিবার খুবই গরীব বলে তিনি কৃষিকাজ শুরু করেন। তারপর পেশাদার খচ্চর-চালক হন । নিজে নিজে লেখাপড়ার কঠোর প্রচেষ্টা চালিয়ে ১৭৯২ সালে সেন্ট-নিকোলাস কলেজে প্রবেশ করেন । লেখাপড়ার চমত্কার সাফল্যের কারণে ১৭৯৫ সালে তিনি ব্যাচালার ডিগ্রী অর্জন করেন এবং ধর্মযাজক নিযুক্ত হন।

    ** চীন- ব্রুনেই কূটনৈতিক সম্পর্ক স্থাপন

    ব্রুনেই এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। আয়তন ৫৭৬৫ বর্গকিলোমিটার, লোকসংখ্যা প্রায় ৩ লক্ষ,এরমধ্যে ৬৫.২ শতাংশ মালয় জাতির লোক এবং ২০.৪ শতাংশ চীনা বংশোদ্ভূত। রাষ্ট্রীয় ভাষা হচ্ছে মালয় ভাষা। ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহার করা হয় । ইসলামধর্ম হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম। আরো আছে বৌদ্ধধর্ম, খ্রিস্টানধর্ম ইত্যাদি। রাজধানী সেরি বেগাওয়ান। ১৯৮৪ সালের পয়লা জানুয়ারি স্বাধীনতা ঘোষিত হয়। ব্রুনেই বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর বৈদেশিক নীতি পালন করে, এবং আসিয়ান দেশগুলো, ইসলামী দেশগুলো, ব্রিটিশ এমনওয়েলথ, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেয়। ১৯৯১ সালের ৩০ সেপ্টেম্বর চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

    ** সর্বহারাশ্রেণীর বিপ্লবী সমরবিদ থান জেনলিনের মৃত্যু

    ১৯৮৩ সালের ৩০ সেপ্টেম্বর সর্বহারাশ্রেণীর বিপ্লবী, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান থান জেনলিন মারা যান। তিনি ১৯২৬ সালে চীনের কমিউনিস্ট পার্টিতে অংশগ্রহণ করেন। নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর, তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপ মহাসচিব, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী, কৃষি অফিসের প্রধান প্রমুখপদে নিযুক্ত ছিলেন। থান জেনলিন চীনের বিপ্লবের বিজয়, সমাজতান্ত্রিক মাতৃভূমি সমৃদ্ধিশালী ও শক্তিশালী করার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।