জিমবাবুয়ের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব ২৯ সেপ্টেম্বর জিমবাবুয়েতে চীনের রাষ্ট্রদূত চাংসিয়ানই-র কাছে বলেছেন, জিমবাবুয়ের সংশ্লিষ্ট সংস্থা এবং পুলিশ পক্ষ যৌথভাবে প্রেসিডেন্ট রোবের্ট মুগাবের কাছে চীনা নাগরিক লি সিন হারারেতে হত্যার ঘটনা সংক্রান্ত বিররণ পেশ করেছে।
মুগাবে জিমবাবুয়ের পররাষ্ট্রমন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতি জিমবাবুয়েতে চীনের দূতাবাসের সঙ্গে সহযোগিতা করা, যথাসম্ভব খুনিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।
২৪ সেপ্টেম্বর রাতে, চীনা নাগরিক লি সিন হারারের একটি বাসভবনে সশস্ত্র ব্যক্তির গুলিবর্ষণে, গুরুতর আহত হয়েছেন, এবং ২৫ সেপ্টেম্বর রাতে স্থানীয় একটি হাস পাতাল মারা গেছেন।
|