v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-29 22:16:08    
২ অক্টোবর

cri
** ১৯৯৫ সালের ২ অক্টোবর প্রথম চীন-দক্ষিণ কোরিয়া যৌথ-মালিকানায় ব্যাঙ্ক প্রতিষ্ঠা

 ১৯৯৫ সালের ২ অক্টোবর চীনের শিল্প ও বাণিজ্য ব্যাঙ্ক আর দক্ষিণ কোরিয়ার প্রথম ব্যাঙ্কের যৌথ-মালিকানায় প্রতিষ্ঠিত "ছিংতাও আন্তর্জাতিক ব্যাঙ্কের" চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে চীন-দক্ষিণ কোরিয়ার চীনে প্রতিষ্ঠিত প্রথম যৌথ মালিকানার আর্থিক সংস্থা এবং চীনের শিল্প ও বাণিজ্য ব্যাঙ্ক আর বিদেশী পুঁজির যৌথ মালিকানার চতুর্থ আর্থিক সংস্থা। উভয় পক্ষ ৫০ শতাংশ করে শেয়ার লাভ করে।

** ১৯৯৭ সালের ২ অক্টোবর ই ইউ'র আমস্টারডাম চুক্তি স্বাক্ষর

 ১৯৯৭ সালের ২ অক্টোবর সকালে ইউরোপীয় ইউনিয়নের ১৫টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের রাজপ্রাসাদে আনুষ্ঠানিকভাবে "আমস্টারডাম চুক্তি " স্বাক্ষর করেন।

 "আমস্টারডাম চুক্তি" ১৯৯৭ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে স্বাক্ষরিত হয়েছে। এটা হচ্ছে "রোম চুক্তি" এবং "মাস্টিক্ট চুক্তি"-এর পর ই ইউর স্বাক্ষরিত তৃতীয় চুক্তি। এই চুক্তিটি ই ইউর সম্প্রসারণের জন্য ভিত্তি স্থাপন করেছে। এই চুক্তি স্বাক্ষরের জন্য ই ইউর সদস্য দেশগুলো সরকারী অধিবেশনের পদ্ধতিতে দীর্ঘ ১৫ মাসে কঠোর আলোচনা করেছে।

**১৯২৫ সালের ২ অক্টোবর বৃটিশ আবিষ্কারক বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন

 জন বেয়ার্ড বৃটিশ বৈদ্যুতিক প্রকৌশলী, তিনি টেলিভিশনের আবিষ্কারক। শত বার পরীক্ষার পর তিনি বহু অভিজ্ঞতার সারসংকলন করেন। ১৯২৫ সালের ২ অক্টোবর সকালে বেয়ার্ড আরেক বার যন্ত্র চালানোর সময় মোটারের গতিবেগ বাড়ানোর সঙ্গে সঙ্গে তিনি অন্য এক রুমের প্রতিমূর্তি গ্রাহকযন্ত্রে স্পষ্ট দেখতে পান।

 ১৯২৮ সালের বসন্তকালে পেয়ার্ড রঙ্গিন টেলিভিশন তৈরি করেন, সাফল্যের সঙ্গে ছবি অটলান্টিক মহাসাগরের ওই পারে পৌঁছে দেন, এটা স্যাটেলাইট টেলিভিশনের প্রস্তাবনায় পরিণত হয়।

** ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের জাতীয় মুক্তি আন্দোলনের নেতা গান্ধির জন্ম

 ভারতের জাতীয় মুক্তি আন্দোলনের কথা বলতে গেলে স্বাভাবিকভাবে গান্ধির কথা চলে আসে। গান্ধি ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন।

 ভারতের স্বাধীনতা অর্জন সংগ্রামে গান্ধি অহিংস প্রতিরোধ এবং শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন এই দুটি পর্যায় অতিক্রম করেন। গান্ধি হচ্ছেন ভারতের জাতীয় বুর্জোয়ার প্রতিনিধি। ভারতের জাতীয় মুক্তি আন্দোলনে অবদানের জন্য তিনি ভারতীয় জনগণের হৃদয়ে অক্ষয় আসন লাভ করেছেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারী এক কট্টর হিন্দু তাঁকে হত্যা করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ৭৯ বছর।

** ১৯৪১ সালের ২ অক্টোবর মস্কো রক্ষা যুদ্ধ

 ১৯৪১ সালের ২ অক্টোবর জার্মান বাহিনীর হাই কম্যান্ড সোভিয়েট ইউনিয়ন-জার্মানির যুদ্ধক্ষেত্রের ৩৮ শতাংশ পদাতিক সৈনিক এবং ৬৪ শতাংশ ট্যাংক কেন্দ্রীয়ভূত করে মস্কোর উপর আক্রমণ চালালো মস্কো যুদ্ধ শুরু হয়।

 ৬ ডিসেম্বর সোভিয়েট ইউনিয়নের লাল ফৌজ জুকোভের পরিচালনায় প্রবল পাল্টা-আক্রমন করে। জার্মান বাহিনী অবিচলিত প্রতিরোধ করলেও অবশেষে পশ্চিম দিকে ১৫০ থেকে ৩০০ কিলোমিটার সরে যেতে বাধ্য হয়। প্রতি-আক্রমণে জার্মান বাহিনী গুরুতর ক্ষতিগ্রস্ত হয়, মোট ৫ লাখ সৈনিক এবং ১৩০০টি ট্যাংক, ২৫০০টি কামান ক্ষতিগ্রস্ত হয়। এটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হিটলারের প্রথম ব্যর্থ লড়াই। তখন থেকে হিটলারের সামরিক অবস্থা সম্পূর্ণ বেসামাল হয়ে পড়ে।