v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-29 21:09:43    
চীনের নিনসিয়া হুই অঞ্চল

cri
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঢাকার খিলগাঁওয়ের সৈয়দা নাজমুন নাহার লক্ষ্মী

উঃ নিন সিয়া মধ্য চীনের একটু উত্তর দিকে অর্থাত্ হুয়াংতু মালভূমি এবং আন্তঃমঙ্গোলীয়মালভূমির মাঝখানে অবস্থিত। সেখানে উঁচু উঁচু পর্বত এবং প্রচুর ছোট ছোট পাহাড় ছড়িয়ে আছে, আর আছে পলল সমতল-ভূমি ,অধিত্যকা এবং বালিয়াড়ি ইত্যাদি।

 নিনসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইন ছুয়েন। ২০০৪ সালের শেষে নিনসিয়ার মোট জনসংখ্যা ছিল ৫৮ লক্ষ ৭৭ হাজার ১০০। এর মধ্যে হুই জাতির জনসংখ্যা ১৯ লক্ষ ২ হাজার ৩০০, নিনসিয়ার মোট জনসংখ্যার তুলনায় তা ৩৩.৮৮ শতাংশ।

 নিনসিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের সুদীর্ঘকালীন ইতিহাস আছে। আজ থেকে প্রায় ৩০ হাজার বছর আগে নিনসিয়া অঞ্চলে মানবজাতির বসবাসের প্রমান পাওয়া যায়। তাঁরা পুরোনো প্রস্তরযুগের চূড়ান্ত পর্যায়ের "সুই কুও তুং সংস্কৃতি"সৃষ্টি করেন।

 ১৯৪৯ সালের ২৩ সেপ্টেম্বর নিনসিয়া মুক্তি পেয়েছে। ১৯৫৮ সালের ২৫ অক্টোবরনিন সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়।

 নিনসিয়ায় ১ কোটি ৬ লক্ষ ৭৩ হাজার মু আবাদী জমিতে রূপান্তরযোগ্য পতিত জমি আছে। উল্লেখ্য ৬ মুতে এক একর। ব্যবহার্য পশুচারণভূমি আছে ৪ কোটি ৫০ লক্ষ মু । এটা হচ্ছে চীনের দশটি বৃহত্তম চারণভূমির অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে নিনসিয়ার মত্স্য শিল্পের দ্রুত উন্নতি হয়েছে, মাথাপিছু জলজ পণ্যের পরিমাণ উত্তর-পশ্চিম চীনে প্রথম স্থানে রয়েছে, এবং চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জলজ খাদ্যের সরবরাহের ঘাঁটিতে পরিণত হয়েছে । তা ছাড়া নিনসিয়ায় পঞ্চাশাধিক রকম খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে। জিপসামের মজুদের পরিমাণে নিনসিয়া চীনে প্রথম স্থানে রয়েছে ।

 নিনসিয়া একটি সুন্দর অঞ্চল, তা ভূ-সম্পদে সমৃদ্ধ। হোয়াংহো নদীর ৩৯৭ কিলোমিটার দীর্ঘ অংশ নিনসিয়ার মধ্য দিয়ে গেছে বলে এখানকার মাটি উর্বর । প্রকৃতির অতিপ্রাকৃত শক্তিতে নিনসিয়ায় দক্ষিণ চীনের জলভূমির সৌন্দর্য এবং প্রাচীরের উত্তরাংশের মরুভূমির দৃশ্য মিশ্রিত হয়েছে। প্রাচীন হোয়াংহো নদীর সভ্যতা , বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য, গভীর হুই জাতির বৈশিষ্ট্য, গানের মতো, কবিতার মতো, ছবির মতো মানুষকে বিশেষ অনুভব দিয়েছে।

 যদি আপনি কখনো চীনে ভ্রমণের সুযোগ পান, তাহলে অবশ্যই নিনসিয়ায় যেতে ভুলবেন না।