v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-29 20:45:22    
২৯ সেপ্টেম্বর

cri
** চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

    ১৯৭২ সালের ২৯ সেপ্টেম্বর চীন জাপানের সঙ্গে " চীন গণ প্রজাতন্ত্র ও জাপান সরকার যৌথ বিবৃতি" স্বাক্ষর করে এবং সেদিন থেকে জাপানের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করে । ২৫ সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী তানাকা কাকুয়ে চীন সফর করেন ,দু'পক্ষ "চীন -জাপান যৌথ বিবৃতি" প্রকাশ করে । ২৭ তারিখ সন্ধ্যায়, মহা নেতা মাও সেতুং তানাকা কাকুয়ের সঙ্গে আলোচনা করেন । ২৯ তারিখে দু'পক্ষের মিলিত প্রচেষ্টায় "চীন গণ প্রজাতন্ত্র ও জাপান সরকারের যৌথ বিবৃতি " পেইচিংয়ে স্বাক্ষর করা হয় ।

    বিবৃতিতে চীন ঘোষণা করে যে: দু'দেশের জনগণের মৈত্রীর জন্যে,চীনের প্রতি জাপানের যুদ্ধ- ক্ষতিপূরণ গ্রহণ করবে না । বিবৃতিতে জাপানী সরকার চীন গণ প্রজাতন্ত্র চীনের একমাত্র বৈধ সরকারের কথা স্বীকার করে । দু'পক্ষ সিদ্ধান্ত নেয় যে ১৯৭২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রদূত বিনিময় করা হবে । দু'পক্ষ এক মত হয়েছে যে, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবে,সরকারের মধ্যে বাণিজ্য, বিমান,মত্স্যশিকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির ভিত্তিতে দীর্ঘকালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

**ইটালির বিশেষজ্ঞ এনরিকো ফের্মীর জন্ম

    ১৯০১ সালের ২৯ সেপ্টেম্বর এনরিকো ফের্মী রোমে জন্মগ্রহণ করেন । ইটালি বংশোদ্ভত মার্কিন নাগরিক ফের্মী হলেন গ্যালিলওর পর ইটালির সবচেয়ে মহা বিশেষজ্ঞ । ১৯৩৮ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ।

** চীনা ভাষার মুদ্রাক্ষরযন্ত্র পেটেন্ট পায়

১৯১৫ সালের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা চীনের শানতুং প্রদেশের ছাত্র ছি সিউয়ান আবিষ্কৃত চীনা ভাষার মুদ্রাক্ষরযন্ত্র পেটেন্ট পায় । এর আগে তিনি নিজস্ব আবিষ্কৃত মুদ্রাক্ষরযন্ত্রের বিস্তারিত দলিল রাষ্ট্রীয়কৃষি-বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দেন । কৃষি-বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার পরীক্ষা পাস করার পর, তাঁকে ৫ বছরব্যাপী পেটেন্ট ক্ষমতা দেয় ।

**ক্রুশ্চেভ চীন সফর করেন

    ১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর সাবেক সোভিয়েট ইউনিয়নের কেন্দ্রীয় প্রথম সম্পাদক নিকিতা সের্গেয়েভিচ ক্রুশ্চেভ নেতৃত্বে সৌভিয়েট ইউনিয়নের একটি প্রতিনিধি দল পেইচিংয়ে পৌঁছে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং চীন সফর করেন ।

    ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত,চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের নেতৃত্বে চীনের প্রতিনিধি দল এবং সোভিয়েট ইউনিয়নের প্রতিনিধি দল সংলাপ করেন । চেয়ারম্যান মাও সেতুং এবং লিউ শাওছি সংলাপে অংশগ্রহণ করেন ।

**হাইতির সেনাবাহিনী রাজনৈতিক অভ্যত্থান চালায়

    হাইতি হচ্ছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে দরিদ্র এবং অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিদেশগুলোর মধ্যের অন্যতম । ১৯৯১ সালের ২৯ সেপ্টেম্বর হাইতির সৈন্যরা সশস্ত্র বাহিনীর অস্থায়ী প্রধান কমান্ডার রাওল সেদ্রাসের নেতৃত্বে রাজনৈতিক অভ্যুত্থান চালায় । ৩০ তারিখে রাজনৈতিক অভ্যুত্থানকারীরা প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করে প্রেসিডেন্ট জীন বের্ট্রান্ড আরিস্ট্রিদকে গ্রেফতার করে ।