জাপানের প্রধান মন্ত্রী জুনিচিরো কোইজুমি এবছরও ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বলে যে মত প্রকাশ করেছেন , সে সম্বন্ধে চিনের পররাষ্ট্র মন্ত্রনালয় ২৯ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ।
খবরে প্রকাশ , জাপানের প্রধান মন্ত্রী কোইজুমি এ বছরে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন । তিনি এই মত প্রকাশ করেছেন যে , চীন তার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধার যে বিরোধিতা করে , তা আসলে চীন জাপানের রাজনৈতিক প্রভাব বিস্তার দেখতে অনিচ্ছুক ।
ছিনকাং বলেছেন , এশীয় দেশগুলোর জনগণ জাপানী নেতৃবৃন্দের ইয়াসুকুনি শ্রদ্ধার যে বিরোধিতা করেন , তার কারণ ওখানে জাপানী কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধীর স্মৃতিফলক রয়েছে ।
|