এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি) ২৮ সেপ্টেম্বর এই মত প্রকাশ করেছে যে , এডিবি চীন গণ ব্যাংকের কাছে রেন মিন পি ঋণপত্রের প্রথম বিক্রি করার আবেদন জানিয়েছে । চীন গণ ব্যাংকের অনুমতি পাওয়ার পর এডিবি বাজারের অবস্থা অনুসারে চীনের অভ্যন্তরীণ ঋণপত্র বাজারে পান্ডা ঋণপত্র বিক্রি করবে ।
চীন সরকার ২৮ সেপ্টেম্বর চীনের অভ্যন্তরে এডিবি রেন মিন পির ঋণপত্র বিক্রি করার অনুমতি পেয়েছে বলে ঘোষণা করার পর এডিবি এবারকার আবেদন জানিয়েছে । জানা গেছে , এডিবি ঋণপত্র বিক্রি করে যে আয় করবে , তা চীনের অভ্যন্তরে অর্থ সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা হবে ।
|