২৮ সেপ্টেম্বর গভীর রাতে ওয়াশিংটনে পঞ্চম দফা চীন-মার্কিন বস্ত্রপণ্য বাণিজ্য আলোচনা শেষ হয়েছে।
এ দফা আলোচনা ২৬ সেপ্টেম্বর শুরু হয়। আলোচনা দু'দিন চলার কথা ছিলো, পরে আলোচনার মাধ্যমে দু'পক্ষ সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
তৃতীয় দিনের আলোচনা স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় শেষ হয়েছে। চীন পক্ষের কর্মকর্তা আলোচনার বিস্তারিত তথ্য জানান নি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের বস্ত্রপণ্য বিষয়ক বিশেষ আলোচনা প্রতিনিধি ডেভিড স্পোনার সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় বলেছেন, এই সম্বন্ধে মন্তব্য করতে তার অসুবিধা বোধ হচ্ছে।
২৭ সেপ্টেম্বর মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি অর্জিত হয়েছে, তবে মতভেদও রয়ে গেছে।
|