চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ছিনকাং ২৯ সেপ্টেম্বর পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীন আগের মতো ভবিষ্যতেও একাগ্রচিত্তে জাতিসংঘের কাছে সদস্য চাঁদা জমা দেবে ।
সংশ্লিষ্ট একটি দেশ চীন আর রাশিয়ার সদস্যের চাঁদা বাড়ানোর যে দাবি জানিয়েছে , সে সম্পর্কে সংবাদদাতার প্রশ্নের উত্তরে ছিনকাং বলেছেন , জাতিসংঘে সদস্য চাঁদা সংশ্লিষ্ট দেশের সামর্থ্য আর অন্যান্য উপাদান বিবেচনা করার ভিত্তিতে ধার্য করা হয়েছে । বিভিন্ন দেশকে যথাসময়ে, সম্পূর্ণভাবে আর বিনাশর্তে সদস্য চাঁদা জমা দিতে হবে ।
|