ইস্রাইলী প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারণ ২৯ সেপ্টেম্বর পুনরায় ঘোষণা করেছেন, মধ্যপ্রাচ্যশান্তি রোডম্যাপ পরিকল্পনা এখনো ফিলিস্তিন-ইসরাইলের বিবাদ সমাধানের পথ।
সেদিন এক অর্থনৈতিক সম্মেলনে শ্যারণ বলেছেন, ইসরাইল রোডম্যাপের কাঠামোতে ফিলিস্তিন-ইসরাইলের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবে। তিনি দখলকৃত ভূখন্ডে ইসরাইলের গোপনীয় পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছেন এবং বলেছেন , ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে রোডম্যাপ পরিকল্পনার কাঠামোতে ভূখন্ড সমস্যায় কোন চুক্তি স্বাক্ষর করার আগে ইসরাইল আর একপক্ষীয় প্রত্যাহার করবে না।
একই দিনে ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী পশ্চিম তীরের শহর জেনিনের আশেপাশে সশস্ত্র ব্যক্তিদের গ্রেফতার অভিযানে তিন জন ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে এবং ১২ জন জিহাদ ও হামাসের সদস্যকে গ্রেফতার করেছে।
|