ভারতের সংবাদ মাধ্যম ২৯ সেপ্টেম্বর নেপালী পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলে মুষলধারে বৃষ্টির দরুণ সৃষ্ট পাহাড় ধসে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন।
খবরে বলা হয়েছে, এবারকার পাহাড় ধস নেপালের পশ্চিমাঞ্চলের দাদেলধুরা পাহাড়ী অঞ্চলে ঘটেছে। এই এলাকার বেশ কিছু গ্রাম বিধ্বস্ত হয়েছে। অনুমান অনুযায়ী, পাথর ও পলির নিজে আরো লোক আটকে আছে, নিহতদের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
একটানা মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে কয়েক দিন আগে দাদেলধুরা অঞ্চলে একবার পাহাড়ী ধস হয়েছিল, বিপুল পরিমাণ কাদা-পাথরের প্রবাহ রাস্তা এবং বাড়ীঘর তছনছ করেছে । এখন বৃষ্টি একটু কমলেও পুরোপুরি বন্ধ হয় নি, তাই উদ্ধার কাজ খুব মন্থর গতিতে চলছে।
|