মার্কিন প্রেসিডেণ্ট জর্জ ডাব্লিও বুশ ২৮ সেপ্টেম্বর লিবিয়ার কাছে কিছু সামরিক সরঞ্জাম রপ্তানির সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে লিবিয়ার রাসায়িক অস্ত্র ধ্বংস প্রকল্পে মার্কিন কোম্পানির অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের রাষ্ট্রীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেছেন, সেদিন বুশের স্বাক্ষরিত সংশ্লিষ্ট প্রশাসনিক আদেশে আরও অনুমতি দেওয়া হয়েছে যে, গত শতাব্দির ৭০ দশকে লিবিয়া ৮টি সি-১৩০এচ পরিবহন বিমান কিনেছিলো, কিন্তু যুক্তরাষ্ট্র সেগুলো আটকে রাখে। সে বিমানগুলো যুক্তরাষ্ট্র সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সংস্কার করার পর বিমানগুলো নিয়ে কি করবে, তার সম্পর্কে যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয় নি।
পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইসকে দেওয়া একটি স্মারকে বুশ বলেছেন, দেশের নিরাপত্তার অনুকূল বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
|