চীনের জাতীয় খাদ্য ও ঔষধ তত্ত্বাবধান ব্যুরোর পরিচালক শাও লি মিং ২৯ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন সরকার সক্রিয়ভাবে খাদ্যের বিশুদ্ধতার মানদন্ড প্রণয়ন ও সংশোধনের কাজ করছে। এই বছরের প্রথমার্ধে ৩১টি খাদ্যের স্বাস্থ্য মানদন্ড প্রকাশিত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে বহু সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকার নানা ব্যবস্থা নিয়েছে। একই দিনে শাও লি মিং জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য কমিটির কাছে সংশ্লিষ্ট অবস্থা অবহিত করার সময় বলেছেন, অবশিষ্ট কীটনাশক, খাদ্যের সংযোজনদ্রব্যের পরীক্ষা কাজ আরো সুসম্পন্ন হওয়ার জন্য এই বছরে চীন সরকার শতাধিক জাতীয় মানদন্ডের প্রণয়ন ও সংশোধন কাজ শুরু করেছে। সরকার সামনে তিন বছরে খাদ্যের নিশ্চয়তা প্রকল্পের পরিকল্পনাও করেছে।
|