১৮৬৪ সালের ২৮শে সেপ্টেম্বর "ফার্স্ট ইণ্টারন্যাশনাল" প্রতিষ্ঠা
"ফার্স্ট ইণ্টারন্যাশনাল" ছিল সর্বহারা শ্রেণীর প্রথম আন্তর্জাতিক বিপ্লবী সংগঠন। তার আনুষ্ঠানিক নাম " আন্তর্জাতিক শ্রমিক সমিতি" । সংক্ষেপে একে " ফার্স্ট ইণ্টান্যাশনাল" বলা হয়। এটা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন এবং মার্কসবাদের সমন্বয়সাধনের ফলশ্রুতি।
১৮৬৩ সালে পোল্যাণ্ডের জনগণ জার-তান্ত্রিক রাশিয়ার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন । মার্ক্স এবং এঙ্গেলস পোল্যাণ্ডের বিদ্রোহের ওপর খুব মনোযোগ দেন । তাঁরা পোল্যাণ্ডের জনগণের বিপ্লবী আন্দোলনের প্রতি সমর্থন জানানোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করেন ।১৮৬৪ সালের ২৮শে সেপ্টেম্বর ব্রিটেন, জার্মানি, ইতালি , পোল্যাণ্ড প্রভৃতি দেশের শ্রমিকদের প্রতিনিধিরা লণ্ডনে মিলিত হয়ে এক বিরাট আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান করেন । সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয় এবং তার অস্থায়ী কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। এই সংগঠনের নাম রাখা হয় : " আন্তর্জাতিক শ্রমিক সমিতি"। মার্ক্স এই সংগঠনের " প্রতিষ্ঠার ঘোষণা" এবং " অভিন্ন নিয়মাবলী" এই দুটো দলিল রচনা করেন।
"ফার্স্ট ইণ্টারন্যাশনাল" প্রতিষ্ঠিত হবার পর বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র প্রচার করেছে , শ্রমিক আন্দোলনের বিকাশ ত্বরান্বিত করেছে এবং সর্বহারাশ্রেণীর আন্তর্জাতিক সংহতি জোরদার করেছে।
২০০০ সালের ২৮শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইলিনয় অংগরাজ্য "চীন গণ প্রজাতন্ত্র দিবস" ঘোষিত করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে
২০০০ সালের ২৮শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইলিনয় অংগরাজ্যের গভর্নর এবং অঙ্গরাজ্য- বিষয়ক সচিব এক যৌথ স্বাক্ষরযুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করেন যে, ২৮শে সেপ্টেম্বরকে " ইলিনয় অংগরাজ্যের চীন গণ প্রজাতন্ত্র দিবস" হিসেবে ধার্য করা হয়েছে। তাতে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানানো হয়। এতে প্রতীয়মান হয়, ইলিনয় অংগরাজ্য সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর ক্রমেই বেশি গুরুত্ব আরোপ করছে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ইলিনয় অংগরাজ্য অর্থ-বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে চীনের সঙ্গে আদানপ্রদান ও সহযোগিতার সুষ্ঠু সম্পর্ক বজায় রেখেছে। ২০০৪ সালে ইলিনয় অংগরাজ্য চীনের কাছে ১.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পণ্য রপ্তানী করেছে । ইলিনয় অংগরাজ্যে যার সদরদফতর , সেই মোটরলা কোম্পানি সম্প্রতি চীনে আরও ১.৯ বিলিয়ন মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ করেছে এবং বিদেশী কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানিই চীনে সবচেয়ে বেশি পুঁজি বিনিয়োগ করেছে ।
১৯৯৫ সালের ২৮শে সেপ্টেম্বর ফিলিস্তীন আর ইসরাইলের মধ্যে তাবা চুক্তি স্বাক্ষর
১৯৯৫ সালের ২৮শে সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেণ্ট ক্লিণ্টনের পরিচালনায় ফিলিস্তীন মুক্তি সংস্থার নির্বাহী কমিটির চেয়ারম্যান ইয়াসির আরাফাত্ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রাবিন হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তীন স্বশাসনের আওতা সম্প্রসারণ সংক্রান্ত তাবা চুক্তি স্বাক্ষর করেছেন ।
চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবার পর ফিলিস্তিন স্বশাসনের আওতা জর্দান নদীর পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ড পর্যন্ত সম্প্রসারিত করা হয় এবং ইসরাইলী বাহিনী পশ্চিম তীরের ৭টি প্রধান শহর থেকে প্রত্যাহার করা হবে । তা'ছাড়া কয়েক হাজার ফিলিস্তীনী বন্দীকে মুক্তি দেয়া হবে। জর্দানের রাজা হোসেন এবং মিসরের প্রেসিডেণ্ট মুবারক সাক্ষী হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|