২৭ সেপ্টেম্বর চীন গণ ব্যাংক সূত্রে জানা গেছে , সুইজারল্যান্ড ব্যাংক গোষ্ঠী অর্থাত্ ইউ.বি.এস. চায়না ব্যাংকে ৫০ কোটি মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করবে । ফলে তা চায়না ব্যাংকের তৃতীয় বিদেশী কৌশলগত পুঁজিবিনিয়োগকারীতে পরিণত হবে । চায়না ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন , এই লেনদেনের জন্য সংশ্লিষ্ট সরকারী সংস্থা আর অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন লাগবে ।
চুক্তি অনুযায়ী , দু'পক্ষ পুঁজিবিনিয়োগ আর শেয়ার ক্ষেত্রে সহযোগিতা চালাবে । তা ছাড়া ইউ .বি.এস চায়না ব্যাংকের সংগে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে কর্ম-কৌশল , অভিজ্ঞতা আর বিশেষ প্রযুক্তি বিনিময় করবে ।
|