চীনের অর্থ মন্ত্রনালয় ২৮ সেপ্টেম্বর ঘোষণা করেছে যে , চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনে চীনে আন্তর্জাতিক আর্থিক কোম্পানি আই.এফ.সি আর এশিয় উন্নয়ন ব্যাংক এ.ডি.বি প্রথম দফা রেন মিন পির ঋণপত্র বিক্রি করবে ।
অর্থ মন্ত্রনালয় সূত্রে জানা গেছে , সংস্কার আর উন্মুক্ততা প্রবর্তিত হবার পর থেকে চীন বৈদেশিক পুঁজি কাজে লাগিয়ে লক্ষনীয় সাফল্য অর্জন করেছে । ফলে জাতীয় অর্থনীতি দ্রুত বিকশিত হয়েছে এবং দেশের সার্বিক সামর্থ্য ব্যাপকমাত্রায় বেড়ে গেছে । রেন মিন পির ঋণপত্র বিক্রি করার জন্য আন্তর্জাতিক বহুপাক্ষিক আর্থিক সংস্থাকে অনুমতি দেয়া চীনের অর্থনীতির দ্রুত বিকাশের ফলাফল । এটা চীনে সংস্কার আর উন্মুক্ততা গভীরতর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও বটে । তা চীনের পুঁজি বাজারের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির ব্যবস্থা আরো পূর্ণাংগ করে তুলতে সহায়তা করবে ।
|