চীন-ভারত সীমান্ত সমস্যা বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি, উপ-পররাষ্ট্রমন্ত্রী তাই বিন কুও ভারতের বিশেষ প্রতিনিধি, রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা নারায়ানান ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পেইচিংয়ে ষষ্ঠ বৈঠক করেছেন। দু'পক্ষ বন্ধুত্বপূর্ণএবং সহযোগিতা ও গঠনমূলক পরিবেশে চীন-ভারত সীমান্ত সমস্যা সমাধানের কাঠামো নিয়ে আন্তরিকভাবে আলোচনা করেছে, দ্বিতীয় পর্যায়ের কাজের শুভ সূচনা করেছে।
জানা গেছে, বৈঠকে দু'পক্ষ সন্তোষজনকভাবে গত বারের বিশেষ প্রতিনিধি বৈঠকের পর দু'দেশের সম্পর্ক উন্নয়নের অবস্থা পর্যালোচনা করেছে। তাঁরা মনে করেন, চীন-ভারত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের সুষ্ঠু প্রবণতা ইতিহাস থেকে বর্তানো চীন-ভারত সীমান্ত সমস্যা সমাধানের জন্য আরো অনুকূল শর্ত সৃষ্টি করেছে। এই বছরের এপ্রিল মাসে দু'দেশের সরকারের স্বাক্ষরিত "চীন-ভারত সীমান্ত সমস্যা সমাধানের রাজনৈতিক নিদের্শক নীতি সংক্রান্ত চুক্তি থেকে প্রতিপন্ন হয়েছে যে, বৈঠকটিতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে, সীমান্ত সমস্যা সমাধানের জন্য সুষ্ঠু ভিত্তি স্থাপিত হয়েছে।
নারায়ানান ২৪ ও ২৫ সেপ্টেম্বর শাংহাই সফর করেছেন এবং শাংহাইয়ের মেয়র হান চাংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|