চীনের 'নর্থ সোর্ড ২০০৫' সামরিক মহড়া ২৭ সেপ্টেম্বর চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। ২৪টি নিকটবর্তী দেশ এবং প্রধান প্রধান পশ্চিমা দেশের ৪০জন সামরিক পর্যবেক্ষক এ মহড়া দেখার পর তার ইতিবাচক মূল্যায়ন করেছেন।
তাঁরা বলেছেন, চীনের সেনাবাহিনী শ্রেষ্ঠ সমর শক্তি এবং পেশাগত প্রশিক্ষণের গুণাবলী প্রকাশ করেছে। একটি সু-প্রশিক্ষিত বাহিনী হিসেবে চীনের সৈন্যদের প্রদর্শিত দৃঢ় আত্ম-বিশ্বাস তাঁদের মনে গভীরভাবে রেখাপাত করেছে।
'নর্থ সোর্ড ২০০৫' মহড়া আমন্ত্রিত বিদেশী পর্যবেক্ষকদের উপস্থিতিতে চীনের বৃহত্তম সামরিক মহড়া।
|