ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ-রেজা আসেফি ২৭ সেপ্টেম্বর বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যায় কিছু দেশ ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত সমর্থন করায় ইরান অসন্তোষ বোধ করেছে।
তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদের সম্মেলনে কিছু দেশ যে ইউরোপীয় ইউনিয়নের দেয়া সংশ্লিষ্ট প্রস্তাব সমর্থন করেছে, তাতে ইরান অত্যন্ত বিস্মিত বোধ করেছে। ইরান তাদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পূণঃ বিবেচনা করবে।
হিন্দু পত্রিকা সূত্রে জানা গেছে, ভিয়েনাস্থ ভারতের স্থায়ী প্রতিনিধি বলেছেন, ভিয়েনাস্থ ইরানের রাষ্ট্রদূত ইরানের পারমাণবিক সমস্যা বিষয়ক আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি তাঁকে এ কথা বলেছেন। লারিজানি বলেছেন, ইরান ২০০৯ সাল থেকে ভারতে বার্ষিক ৫০ লক্ষ টন প্রাকৃতিক গ্যাস রপ্তানির ২৫ বছরমেয়াদী চুক্তি বাতিল করবে।
|