চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি ওয়েই ই ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিয়মিত তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, আজ থেকে চীনের মূলভূভাগে তাইওয়ানী সংবাদদাতাদের সাক্ষাতকার নেয়ার মেয়াদ প্রত্যেক বার এক মাস থেকে তিন মাসে বাড়ানো দিয়েছে।
তিনি বলেছেন, এর লক্ষ্য হচ্ছে অধিকতরভাবে তাইওয়ান প্রণালীর দু'পারের তথ্য আদান-প্রদান ত্বরান্বিত করা এবং চীনের মূলভূভাগে তাইওয়ানের গণ-মাধ্যমকে সাক্ষাত্কার নিতে সুবিধা দেয়া। এর সঙ্গে সঙ্গে তিনি আশা করেন যে, তাইওয়ান কর্তৃপক্ষ তাইওয়ানবাসীদের মৌলিক স্বার্থে তাইওয়ান প্রণালীর দু'পারের জনগণের অধিকতর আদান-প্রদান ও ঘনিষ্টতর সহযোগিতার আশার সঙ্গে সংগতিপূর্ণ ব্যবস্থা নেবে এবং প্রণালীর দু'পারের আদান-প্রদানের ক্ষেত্রে নিষ্ক্রিয় ও প্রতিরোধমূলক মনোভাব ও অধিষ্ঠান পরিবর্তন করবে, আর যথাশীঘ্র নিষেধাজ্ঞা বাতিল করবে।
|