সিনহুয়া বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, ইরান প্রতি বছর ভারতের কাছে ৫০ লক্ষ টন তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি করার চুক্তি বাতিল করবে।
ভারতের 'দি হিন্দু' পত্রিকা ২৮ সেপ্টেম্বর ভিয়েনায় ভারতের স্থায়ী প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে বলেছে, ভিয়েনায় ইরানের রাষ্ট্রদূত তাঁকে ইরান পারমাণবিক সমস্যার প্রধান আলোচক আলি লারিজানির কথা জানিয়েছেন। ইরান এ প্রাকৃতিক গ্যাস চুক্তি বাতিল করতে প্রকাশ করেছে।
চলতি বছরের জুন মাসে ভারত ও ইরান ২১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে পৌঁছে। চুক্তি অনুযায়ী ইরান ২০০৯ সাল থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতি বছর ভারতের কাছে ৫০ লক্ষ টন তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি করার কথা। ভারতের তথ্য মাধ্যম মনে করে ইরান ভারতের কাছে প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তি বাতিল করা হচ্ছে প্রতিহিংসামূলক তত্পরতা। কারণ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায় ইরানের প্রস্তাবের বিরুদ্ধে ভারত ভোট দিয়েছে।
|