v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-28 16:53:40    
জার্মানীর যৌথ সরকার গঠনের সম্ভবনা খুব বেশী

cri
    জার্মানীর চ্যান্মেলার গেরর্হাদ শ্রোয়েদার২৭ সেপ্টেম্বর ফ্রান্সের স্ট্রাসবুর্গেবলেছেন, জার্মানীতে একটি স্থিতিশীল যৌথ সরকার গঠিত হবে। নানা ধরনের লক্ষণ থেকে বুঝা যায়, জার্মানীতে এটি যৌথ সরকার গঠনের খুব সম্ভবনা আছে। ফ্রান্সের স্ট্রাসবার্গে আয়োজিত 'ইউরোপ ফোরামে' জার্মানীর চ্যানসেলার শ্রোয়েদার ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে তিনি বলেছেন, নতুন মেয়াদের একটি স্থিতিশীল, যোগ্য এবং অধিকাংশ ভোটারের আশা-আকাংক্ষা মেটাতে সক্ষম একটি ফেডারেল সরকার গঠন জার্মানীর যৌথ সরকার গঠনের লক্ষ্য। শ্রোয়েদারবলেছেন, যৌথ সরকারের গঠন কাজ অল্প দিনের মধ্যে সম্পন্নহবে না। এই কাজ সম্পন্ন করতে হয়তো কয়েক মাস লাগবে।

    বিশ্লেষকরা মনে করেন, ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন পাটির চেয়ারম্যান মেরকের ইউনিয়ন পাটি সম্ভবত: সোশ্যাল ডেমোক্রেটিক পাটির সঙ্গে যৌথ সরকারের গঠন নিয়ে আলোচনায় যে পূর্বশর্তউস্থাপন করেছেন ২৭ সেপ্টেম্বর শ্রোয়াদের ভাষণে তার প্রতিসাড়া দিয়েছে। ২৬ সেপ্টেম্বর মেরকের বলেছেন, দু'পক্ষের আস্থার ভিত্তি, ভবিষ্যতে দু'ই পাটির মধ্যে মতৈক্য এবং সংস্কারের ধারণা হচ্ছে দু'ই পাটি নিয়ে একটি যৌথ সরকার গঠনের পূর্বশর্ত। তিনি জোর দিয়ে বলেছেন, সমাজ গণতন্ত্র পাটির এ ধারণা থাকতে হবে যে, জার্মানীর পরবর্তী মেয়াদের সরকার একটি 'সংস্কারমুখী ' সরকার হওয়া উচিত। ২৭ সেপ্টেম্বর শ্রোয়াদের ভাষণে যৌথ সরকার গঠনের আশা-আকাংক্ষা প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতে জার্মান সরকারের সংস্কারের ব্যাপারে দুই পাটির নেতাদের মধ্যে মতভেদ কমানো হয়েছে।

    একই দিন শ্রোয়াদে ছাড়া, দুই পাটির কোনো কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাও ভিন্ন উপলক্ষ্যে তথ্যমাধ্যমগুলোর কাছে যৌথ সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁরা পর পর মন্তব্য করেছেন যে, যৌথ সরকার হচ্ছে নতুন সরকার গঠনের একমাত্র সম্ভাব্য পদ্ধতি। ব্রেমেন শহরের মেয়র এসডিপির সদস্য হেমিন স্কেরফ জার্মানীর একটি পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, যৌথ সরকার গঠনের ব্যাপার নিয়ে দু'পাটির মধ্যে মনখোলা বৈঠক হওয়া উচিত। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি অনুসারে এ দু'টো পাটি নিয়ে একটি যৌথ সরকার গঠন করা শ্রেষ্ঠ বিকল্প।

    ২৮ সেপ্টেম্বর দু'পাটির মধ্যে যৌথ সরকার গঠনের সম্ভবনা নিয়ে দ্বিতীয় বার বৈঠক অনুষ্ঠানের কথা। তথ্যমাধ্যমগুলোর মন্তব্য অনুযায়ী, দ্বিতীয় বার বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যৌথ সরকারের গঠন নিয়ে আলোচনা হতে পারে। জানা গেছে, ২২ সেপ্টেম্বর যখন মন্ত্রিসভার গঠন নিয়ে আলোচনা হয়েছিল তখন দু'পাটির মধ্যে খুব বিতর্ক হয়েছিল। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে , জার্মানী যাতে রাজনৈতিক অচলাবস্থা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করতে পারে সেই জন্যে দু'টো পাটি একটি যৌথ সরকার গঠনের উদ্যোগ নিয়েছে। কেননা দু'পাটি উপলদ্ধি করেছে, মিলিতভাবে সহযোগিতা চালিয়ে একটি যৌথ সরকার গঠন করা তো জার্মানীর দুটো প্রধান রাজনৈতিক দলের একমাত্র বিকল্প।