ইয়াং চিংহুই ১৯৮৩ সালের পয়লা মে মাসে চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। সংগীত বিষয়ে তাঁর সখ আছে। তাঁর সর্বশ্রষ্ঠ সাফল্য হচ্ছে ২০০৪ সালে চতুর্দশ বিশ্ব কাপের ডাইভিং প্রতিযোগিতায় পুরুষদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন।
১৯৯২ সালে তিনি কুয়াংচৌ শহরের ইউয়েসিও ডিস্ট্রিক্টের ডাইভিং দলে অনুশীলন করেন, তখন তাঁর কোচ ছিলেন ওয়াং কুয়াংইয়ৌ। ১৯৯৫ সালে তিনি কুয়াংতোং প্রদেশের ক্রীড়া স্কুলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন লি ছিং এবং থান লিয়াংডে। ১৯৯৮ সালে তিনি জাতীয় ডাইভিং প্রশিক্ষণ দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন থান লিয়াংডে। ২০০২ সালে তিনি জাতীয় ডাইভিং দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন চোং শাওচেন।
২০০১ সালে নবম জাতীয় গেমসে পুরুষদের ডাইভিংয়ের দলগত দফায় তিনি চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে জাতীয় চ্যাম্পয়নশীপে পুরুষদের প্ল্যাটফর্ম ডাইভিংয়ের দ্বৈত দফায় তিনি চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে পুরুষদের প্ল্যাটফর্ম ডাইভিংয়ের দ্বৈত দফায় তিনি চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে চতুর্দশ বিশ্ব কাপের ডাইভিং প্রতিযোগিতায় পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ের দ্বৈত দফায় তিনি চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে ২৮ তম ওলিম্পিক গেমসে পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিংয়ের দফায় তিনি চ্যাম্পিয়ন হন।
|