শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে চীনের গায়ক থোং থিয়েসিনের গাওয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি গান। তার নাম " কা ছিউ শা"। কা ছিউ শা একজন মেয়ের নাম।এই গানের সুর খুব সাবলীল এবং গানের ভাবাবেগ খুব সরল। গানটিতে দূরের প্রেমিকের প্রতি কা ছিউ শার এক নিষ্ঠপ্রেম প্রকাশ পেয়েছে। আচ্ছা, আসুন, এখন পুরো গানটি শুনবো আমরা।
থোং থিয়েসিন হচ্ছেন চীনের বিখ্যাত উচ্চকন্ঠের গায়ক। তিনি একটি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি বাবার কাছে সঙ্গীত শেখেন এবং সঙ্গীতে কঠোর প্রশিক্ষণ পান। ১৯৭৯ সালে তিনি চীনা গণ মুক্তি ফৌজের বিমান বাহিনীর রাজনৈতিক বিভাগের নাচগান দলে যোগ দেন এবং একজন একক গায়ক হন। বিশাধিক বছরে তিনি বরাবরই মন ও ভাবানুভূতি দিয়ে গান গেয়ে এসেছেন। তাঁর গাওয়া গানগুলোতে সবসময় আন্তরিক অনুভূতির ছোয়া থাকে। এখন আমরা একসাথে তাঁর গাওয়া শুবারটের একটি গান শুনবো। গানের নাম লিনটেন গাছ। গানের সুর সহজ ও সরল। গানে জন্মস্থানের লিনটেন গাছের উপর একজন ভবঘুরের সুন্দর স্মৃতি বর্ণনা করা হয়েছে এবং তাঁর বেদনার অনুভূতি প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখন গানটি উপভোগ করবো আমরা।
থোং থিয়েসিনের কন্ঠ সুগভীর, সুরের পরিসর প্রশস্ত এবং গান গাওয়ার নৈপুণ্য সুদক্ষ। তিনি বহুবার চীনের বিভিন্ন ধরনের সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন এবং অনেক টিভিনাটক ও চলচ্চিত্রের জন্যে প্রধান সঙ্গীত গেয়েছেন। এখন আমরা একসাথে তাঁর গাওয়া " ম্যাটাডোরের গান" নামে একটি গান শুনবো। এই গান ফরাসী সুরকার বিজেটের অপেরার একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ। থোং থিয়েসিয়ের সুর খুব উচ্চ। তিনি পুরোপুরিভাবে একজন ম্যাটাডোরের সাহসী গুণ প্রকাশ করেছেন। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, আসুন, একসাথে গানটি শুনি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে চীনের গায়িকা ফাং সিওছিংয়ের গাওয়া "প্রিয়তম" নামে একটি গান। এই গানে একজন মা কর্তৃক তাঁর শিশুকে ঘুম পাড়ানোর দৃশ্য বর্ণনা করা হয়েছে। গানের ভাবানুভূতি খুব আন্তরিক। গানে ইন্দোনেশিয়ার লোক সঙ্গীতের স্পষ্ট বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এখন আমরা পুরো গানটি শুনবো।
ফাং সিওছিং হচ্ছেন চীনা সঙ্গীত মঞ্চে সবেমাত্র পরিচিতি পাওয়া একজন তরুণ গায়িকা। তিনি এখন সিং হাই সঙ্গীত ইন্সটিটিউটে লেখাপড়া করছেন। লেখাপড়ার সঙ্গে সঙ্গে তিনি দু'টি ব্যান্ডের প্রধান গায়িকার দায়িত্ব পালন করছেন। তাঁর কন্ঠ সুগভীর ও শ্রুতিমধুর। এখন আমরা একসাথে তাঁর গাওয়া " লাল নদীর উপত্যকা" নামে ক্যানাডার একটি লোকসঙ্গীত শুনবো। গানে প্রেমিকের কাছ থেকে বিদায় নেওয়ার সময়ে একজন মেয়ের বেদনাদায়ক অনুভূতি প্রকাশ পেয়েছে। গানে বলা হয়েছে:
লোক বলে, তুমি শীঘ্রই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ,
আমরা তোমার মৃদুহাস্য স্মরণ করবো।
এত তাড়াতাড়ি চলে যেয়ো না,
লাল নদীর উপত্যকা তোমার জন্মস্থান মনে রাখতে হবে, যে মেয়ে তোমাকে ভালোবাসে সেই মেয়েকে মনে রাখতে হবে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আমরা এখন গানটি উপভোগ করবো।
২০০৫ সালের গোড়ার দিকে ফাং সিওছিং নিজের প্রথম CD সংকলন প্রকাশ করেন। এই সংকলনে " প্রিয়তম"সহ বিশ্বের বিভিন্ন জায়গার আদর্শ লোক সঙ্গীত অন্তর্ভূক্ত করা হয়। আজকের অনুষ্ঠানের শেষ প্রোন্তেআমি তাঁর গাওয়া " গ্রীষ্মকালের সর্বশেষ গোলাপ ফুল" নামে আয়ারল্যান্ডের একটি লোক সঙ্গীত শোনাবো। এটি বিশ্বে ব্যাপক প্রচলিত আয়ারল্যান্ডের একটি লোকসঙ্গীত। গানের সুর খুব মধুর, কিন্তু একটু বিষন্ন। গানে বিদায়ের সময়ে এক ধরণের বিষণ্ণতা ও সৌন্দর্য্যের ভাব দেখানো হয়েছে। আচ্ছা, এখন গানটি শোনা যাক।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন অনুষ্ঠান এখানেই শেষ।আশা করি, আপনারা আমাদের অনুষ্ঠান পছন্দ করছেন।আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে আমাদের জানাবেন। আজকের সুরের ভুবন শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ।
|