চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৭ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন-জাপানের মধ্যকার উচ্চ পর্যায়ের মধ্যকার আদান-প্রদানের জন্য সুষ্ঠু পরিবেশ প্রয়োজন, এবং আমরা আশা করি জাপান এর জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবে, যাতে দু'দেশের উচ্চ পর্যায়ের সংলাপের পরিবেশ উন্নত করা যায়।
চীন-জাপানের উচ্চ পর্যায়ের আদান-প্রদান সংক্রান্ত সংবাদাদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিন কাং বলেছেন, চীন বরাবরই চীন-জাপানের তিনটি রাজনৈতিক দলিলে নির্ধারিত মৌলিক নীতি অনুযায়ী "ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা, ভবিষ্যত মোকাবিলা করা" এর মর্ম নিয়ে দু'দেশের দীর্ঘকালীন সুপ্রতিবেশিসূলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন সমর্থন করে।
ছিন কাং আরো বলেছেন, ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার ব্যাপারে চীনের অধিষ্ঠানের পরিবর্তন হয় নি, আশা করি সবেমাত্র পুনর্বার নির্বাচিত জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি চীন-জাপানের সম্পর্ক যথাযথ বিবেচনা করে সুবুদ্ধিসম্পন্ন এবং সঠিক কাজ করবেন।
|