গত কয়েক দিনে ফিলিস্তিন আর ইসরাইলের মধ্যে অব্যাহত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আর রাশিয়া উভয় পক্ষের উদ্দেশ্যে সংযম অবলম্বন করা আর শান্তি প্রক্রিয়া বন্ধ না করার আহবান জানিয়েছে ।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাককোরম্যাক একই দিন বলেছেন , ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থাকে ফিলিস্তিনের উগ্রপন্থী সংস্থাকে নিষিদ্ধ করা আর তাদের হামলা নিবারণের ব্যবস্থা জোরদার করতে হবে । তিনি আরো জোর দিয়ে বলেছেন , বর্তমানে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের জরুরী কর্তব্য হলঃ ইসরাইল সরে যাওয়ার পর গাজার পুনর্গঠন নিশ্চিত করা ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র কামেমিন বলেছেন , ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস পরিস্থিতির স্বাভাবিকীকরণ আর উগ্রপন্থী সংস্থার তত্পরতা রোধ করার যে প্রচেষ্টা চালিয়েছেন , রাশিয়া তা দৃঢ়ভাবে সমর্থন করবে ।
|