আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মির ( আইআরএ) নিরস্ত্রীকরণ বিষয়ক আন্তর্জাতিক স্বাধীনতা কমিটি ২৬ সেপ্টেম্বর ঘোষণা করেছে যে , আইআরএ পুরোপুরি নিরস্ত্র হয়েছে ।
এই কমিটির একজন দায়িত্বশীল ব্যক্তি একই দিন বেলফাস্টে বলেছেন , গোলা- বারুদ আর মেশিন গান সহ সকল অস্ত্রশস্ত্র সমর্পন করা হয়েছে । এতে তিনি সন্তুষ্ট হয়েছেন ।
হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাকফ্লিলান একই দিন একটি বিবৃতিতে আইআরএ পুরোপুরি নিরস্ত্র হওয়াকে স্বাগত জানিয়েছে । তিনি মনে করেন যে , এটাই উত্তর আয়ারল্যান্ডে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ । বিবৃতিতে বলা হয়েছে , যুক্তরাষ্ট্র অব্যাহত আর দৃঢ়ভাবে উত্তর আয়ারল্যান্ডের শান্তি প্রক্রিয়া সমর্থন করবে ।
|