চীন গণ ব্যাংকের গভর্নর চৌ সিয়াও ছুয়েন ২৬ সেপ্টেম্বর ওয়াশিংটনে আন্তর্জাতিক বাজারে শক্তি সম্পদের দাম বৃদ্ধি আর রেন মিন পির বিনিময় হারের সংস্কার প্রভৃতি বিষয়ে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ।
তিনি বলেছেন , বর্তমানে বিশ্বের অর্থনীতিতে একটি বড় সমস্যা হলঃ শক্তি সম্পদের দাম বেড়ে যাওয়া আর সারা বিশ্বের অর্থনীতির ভারসাম্যহীনতা ।
রেন মিন পির বিনিময় হার প্রসংগে তিনি বলেছেন , চীনে রেন মিন পির বিনিময় হারের সংস্কার করতে হলে বাজারের বাস্তব অবস্থা দেখতে হবে ।
তিনি আরো বলেছেন , চীন , রাশিয়া , ভারত , ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি দেশের অর্থমন্ত্রী আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা পাশ্চাত্যের ্৭টি দেশের অর্থমন্ত্রীদের সংগে মধ্যাহ্ন ভোজসভায় অংশ নিয়ে শক্তি সম্পদ , দারিদ্র্য কমানো প্রভৃতি বিষয়ে আলোচনা করেছেন ।
|