ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা রুবায়েই ২৭ সেপ্টেম্বর ঘোষণা করেছেন যে , ইরাকের আল-কায়েদা জিহাদ গ্রুপের নেতা আল-জারকাবির উচ্চপদস্থ সহকারী আবু আজাম ২৬ সেপ্টেম্বর ইরাকী-মার্কিন যৌথ বাহিনীর গুলিতে মারা গেছেন ।
রুবায়েই বলেছেন , যৌথ বাহিনী ২৬ সেপ্টেম্বর বাগদাদে আজামের বাসার উপর অতর্কিত হামলা চালিয়ে আল-কায়েদার এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেছে । তিনি বলেছেন , যুক্ত বাহিনী আজামকে হত্যা করায় ইরাকের অভ্যন্তরে আল-কায়েদা আর তার অনুচরদের কার্যকরভাবেআঘাত হানার ক্ষমতার উপর বিরাট প্রভাব ফেলবে ।
|