২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক সুন কাং একই দিন পূর্ব চীনের শহর লিয়ান ইউন কাংয়ে বলেছেন, চীন অধিকতরভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পর্যটন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করবে। তা চীন ও বিশ্বের পর্যটন শিল্পের আরও সমৃদ্ধি ত্বরান্বিত করার জন্য ইতিবাচক অবদান রাখবে।
লিয়ান ইউন কাংয়ে ২০০৫ সাল বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে সুন কাং এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, বর্তমানে চীনে অভ্যন্তরীন পর্যটকদের বিচারে বিশ্বের বৃহত্তম পর্যটন বাজার রয়েছে। এছাড়াও চীনা পর্যটকরা ব্যাপকহারে বিদেশে পর্যটন করছেন।
|