চীনের 'নর্থ সোর্ড২০০৫' সামরিক মহড়া ২৭ সেপ্টেম্বর সকালে চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে শুরু হয়েছে। ২৪টি কাছাকাছি দেশ এবং প্রধান প্রধান পশ্চিম দেশের ৪০জন সামরিক পর্যবেক্ষক এ মহড়া দেখেছেন।
জানা গেছে, এবারকার মহড়া নয়া চীন প্রতিষ্ঠার পরে চীনের আমন্ত্রণে সবচেয়ে বেশি বিদেশী সামরিক পর্যবেক্ষক উপস্থিত রয়েছেন।
এই তত্পরতা হচ্ছে চীনের একটি বহুপাক্ষিক সামরিক আদানপ্রদান তত্পরতা। তা চীন ও বৈদেশিক সামরিক কর্মকর্তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া ও শিক্ষার সুযোগ এনে দিয়েছে। এই তত্পরতা চীন ও বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীর মধ্যে বাস্তব আদানপ্রদান জোরদার, সমঝোতা ও পারস্পরিক আস্থা উন্নয়ন এবং অঞ্চলের নিরাপত্তা ও সহযোগিতা প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
|