চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ২৭ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন আন্তরিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব ইতিহাসে অমীমাংসিত চীন-ভারত সীমান্ত সমস্যা সমাধান করতে ইচ্ছুক। যাতে চীন ও ভারত সীমান্ত অঞ্চল দু'দেশের মধ্যে চিরস্থায়ী শান্তি ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সংযোগস্থল হয়।
পেইচিংয়ে চীন-ভারত সীমান্ত সমস্যা নিয়ে ষষ্ঠ বিশেষ প্রতিনিধি সম্মেলনে অংশ গ্রহনকারী ভারতের বিশেষ প্রতিনিধি এম.কে. নারায়ানানের সঙ্গে সাক্ষাত্কালে চিয়া ছিং লিন এসব কথা বলেছেন। তিনি বলেছেন, দু'পক্ষ সক্রিয়ভাবে বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং অব্যাহতভাবে দু'দেশের কৌশলগত অংশীদারি সম্পর্কের বিষয়বস্তু সমৃদ্ধ করা উচিত। তিনি আশা করেন দু'পক্ষের বিশেষ প্রতিনিধিরা দু'দেশের অবস্থান থেকে সীমান্ত সমস্যার আলোচনা ও সমাধান করার কাঠামো ক্ষেত্রে অব্যাহতভাবে অগ্রগতি অর্জন করেবে।
নারায়ানান বলেছেন, ভারত চীনের সঙ্গে সক্রিয়ভাবে দু'দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। এতে দ্রুত সীমান্ত সমস্যার সমাধান হবে।
|