তিন দিনব্যাপী এশিয়া দুর্যোগ অপনোদন সম্মেলন ২৭ সেপ্টেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে। প্রায় ৪০টি দেশের তিন শতাধিক প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।
এবারকার সম্মেলনে রীতিনীতি সম্মেলন, বিশেষ আলোচ্যবিষয় সম্মেলন এবং গণ প্রদর্শনীএই তিনটি অংশ আছে। সম্মেলনে এশীয় দেশগুলোর দুর্যোগ অপনোদন ক্ষেত্রে অর্জিত সাফল্য প্রদর্শন করা হবে, এশীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের পূর্ব-সতর্কতা ও তথ্য, দুর্যোগের প্রতিরোধ ও অপনোদন এবং সার্বিকভাবে দুর্যোগ প্রশাসন প্রভৃতি ক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করা হবে, এশীয় অঞ্চলের দুর্যোগ অপনোদন কাজের সহযোগিতা ত্বরান্বিত হবে, পরবর্তী দশ বছরে এশিয়ার দুর্যোগ অপনোদনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে ।
সম্মেলনে চীনের গণ কল্যাণ দফতরের উপ-মন্ত্রী চিয়াং জি পাং বলেছেন, চীন অব্যাহতভাবে দেশের দুর্যোগ অপনোদনের সার্বিক শক্তি উন্নত করবে এবং দুর্যোগের ঝুঁকি সংক্রান্ত পরিচালনা দেশের আগামী পাঁচশালা উন্নয়ন কর্মসূচিতে তালিকাভুক্ত করবে।
|