পিপলস ডেইলি প্রত্রিকার সূত্রে জানা গেছে, চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-পরিচালক চাং কুও বাও ২৬ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের পুনঃব্যবহার্য শক্তিসম্পদের ব্যবহার বেশ বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর ২৫ শতাংশে'রও বেশী বৃদ্ধি বিশ্ব শক্তিসম্পদ ক্ষেত্রের একটি আকর্ষনীয় বিষয়।
একই দিন অনুষ্ঠিত 'এপেক পুনঃব্যবহার্য শক্তিসম্পদ উন্নয়নের অভিজ্ঞতা আদান-প্রদান সেমিনারে' চাং কুও বাও এ কথা বলেছেন।
|