v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-27 16:53:18    
আসিয়ান অর্থ মন্ত্রী সম্মেলনে অর্থনৈতিক একায়ান আর আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ

cri
    আসিয়ান অর্থ মন্ত্রীসম্মেলন ২৭ সেপ্টেম্বর ভিয়েনটিয়ানে শুরু হয়েছে। এই তিন দিনব্যাপী সম্মেলনে আসিয়ানের অর্থনৈতিক একায়ন প্রক্রিয়া দ্রুততর করা , আঞ্চলিক অর্থনীতির সহযোগিতা জোরদার করা এবারকার সম্মেলনের আলোচ্য বিষয় ।

    আসিয়ানের দশটি সদস্য দেশ , চীন সহ সংলাপে অংশীদার দেশগুলো এবং প্রাসঙ্গিক সংস্থার প্রতিনিধিরা সহ প্রায় ৪০০ ব্যক্তি এবারকার সম্মেলনে অংশ নিয়েছেন। গত বছরের শেষ দিকে অনুমোদিত ' ভিয়েনটিয়েন কার্যক্রম' বাস্তবায়নের হালচাল নিয়ে আলোচনা করা এবারকার সম্মেলনের প্রধান বিষয় । আসিয়ান দেশগুলো ব্যাপকভাবে এই কার্যক্রম সহ আরও কয়েকটি সহযোগিতামূলক পরিকল্পনার কার্যকরীকরণ এগিয়ে নিয়ে যাবে এবং আসিয়ান দেশগুলোর মধ্যকার উন্নয়নের ব্যবধান কমানোর ব্যাপারে আত্মনিয়োগ করবে। যাতে এই অঞ্চলের অর্থনৈতিক একায়নের অগ্রগতি দ্রুততর করা হয়। তা ছাড়া , আসিয়ান দেশগুলো সংলাপে অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা ব্যাপকভাবে জোরদার করবে এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত , অষ্ট্রেলিয়া আর নিউসিল্যান্ড প্রভৃতি আসিয়ানের প্রধান প্রধান বাণিজ্য অংশীদারের অর্থনৈতিক সম্পর্ক অব্যাহতভাবে উন্নত করবে এবং সংশ্লিষ্ট দেশগুলোর আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান বাড়াবে।

    লক্ষণীয়বিষয় এই যে, আসিয়ানের রণনৈতিক সহযোগিতার অংশীদার হিসেবে চীন হচ্ছে প্রথম দেশ যা ' দক্ষিণ-পূর্ব সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার চুক্তিতে' যোগ দিয়েছে। সুতরাং চীন এবারকার সম্মেলনের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। আসিয়ান অর্থ মন্ত্রীদের প্রস্তুতিমূলক অধিবেশনে চীনের প্রতিনিধি দল মন্ত্রী অধিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয়ের বন্দোবস্ত প্রভৃতি বিষয়াদি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করবে।

    গত ১ জুলাই 'চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল সংক্রান্ত চুক্তি' বলবত হওয়ার পর থেকে এবারকার সম্মেলন হল আসিয়ানের প্রথম অর্থ মন্ত্রী সম্মেলন। সুতরাং চুক্তির সংশ্লিষ্ট বিষয় আকর্ষনীয় বিষয়ে পরিণত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য ব্যুর্রোর উপ মহা পরিচালক জেন শিয়াও গান ব্যাখ্যা করে বলেছেন, এই চুক্তি বলবত হওয়ার পর থেকে চীন আর আসিয়ান দেশগুলোর দ্বিপাক্ষিকবাণিজ্য মূল্য দ্রুত গতিতে বেড়েছে। অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হবার পর চীন আর আসিয়ান দেশগুলোর মধ্যকার বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।

    জানা গেছে, দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সম্মেলন চলাকালে আসিয়ান-চীন অর্থ মন্ত্রী অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে প্রধানত 'চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল চুক্তির বাস্তবায়ন, চীন-আসিয়ান প্রদর্শনীর প্রস্তুতিমূলক কাজ এবং আসিয়ানের পূর্বাংশের সঙ্গে চীনের সহযোগিতা চালানোর পদ্ধতি নিয়ে প্রধানত আলোচনা হবে। তা ছাড়া, আসিয়ান-চীন, জাপান, দক্ষিণ কোরিয়া অর্থ মন্ত্রীদের অধিবেশনে বিভিন্ন পক্ষের মধ্যে আরও বেশী বিশদ বিষয় নিয়ে মত বিনিময় হবে।