২৭ সেপ্টেম্বর ১৯৪৯ 'স্বেচ্ছাসেবকদের অভিযাত্রা' চীনের জাতীয় সঙ্গীত নির্ধারন
১৯৪৯ সালের ২৭ সেপ্টেম্বর 'স্বেচ্ছাসেবকদের অভিযাত্রা' নামক গানটিকে চীনের জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয়। 'স্বেচ্ছাসেবকদের অভিযাত্রা ' ১৯৩৫ সালের বসন্তকালে রচনা করা হয়। চীনের নাম-করা শিল্পী তিয়েনহ্যান এই সঙ্গীতের কথা লিখেন এবং নিয়েএ তাতে সুরারোপ করেন। ১৯৪৯ সালের ২৭ সেপ্টেম্বর চীনের পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২৭ সেপ্টেম্বর ১৯৯৬ চীন আর ব্রিটেনের মধ্যে হংকং হস্তান্তরঅনুষ্ঠান বিষয়ক চুক্তি স্বাক্ষরিত
১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর চীন আর ব্রিটেনের মধ্যে চীনের কোলে হংকংএর প্রত্যাবর্তনের সময় যৌথভাবে হস্তান্তর অনুষ্ঠান আয়োজনের চুক্তি স্বাক্ষরিত হয়। কোনো এক উপলক্ষে ব্রিটেনের তত্কালীণ পররাষ্ট্র মন্ত্রী বলেন এই চুক্তি অনুযায়ী, ১৯৯৭ সালের ৩০ জুন মধ্য রাতে হংকংএর প্রদর্শনী হলে এই হস্তান্তর অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হবে। সে সময় ৪০০০ লোক এই হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন।ব্রিটেন, চীন,আর হংকং অঞ্চল এবং অন্যান্য দেশ আর আন্তর্জাতিক সংস্থার প্রভাবশালীব্যক্তিআর কূটনীতিবিদরাও বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই হস্তান্তর অনুষ্ঠানে ব্রিটেন আর হংকং -য়ের পতাকা নামিয়ে দেওয়া হবে এবং চীনের জাতীয় পতাকার এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকা উত্তোলন করা হবে। হংকংএর তত্কালীণ ব্রিটিশ কর্তৃপক্ষ এই চুক্তিকে স্বাগত জানায়। হংকং সরকারের একজন মুখপাত্র বলেন, "হস্তান্তর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা এবং তা বিশ্বের দৃষ্টি আর্কষণ করবে। এই হস্তান্তর অনুষ্ঠান হবে বিশ্বের কাছে হংকং আর 'এক দেশে দুটি সমাজ অবস্থা' দেখানোর একটি ভাল সুযোগ"।
২৭ সেপ্টেম্বর ১৯৯৬ তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে
১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর ভোরবেলায় ১১ মাস-ব্যাপী অবরোধের পর আফগানিস্তানের তালিবান অবশেষে রাজধানী কাবুল দখল করে। কাবুলে প্রবেশ করার পর তারা এক দিকে তাড়াতাড়ি নিজেদের রাজনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করে , অন্য দিকে তারা সামরিক ক্ষেত্রে তাদের প্রতিপক্ষের উপর আঘাত জোরদার করে।
২৭ সেপ্টেম্বর ১৯৯৮ টোকিওতে বিশ্বের সবচেয়ে উচু টিভি টাওয়ার প্রতিষ্ঠার কথা ঘোষণা
১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর জাপান ঘোষণা করে যে ২০০৩ সালে টোকিওতে বিশ্বের সবচেয়ে উচু টিভি টাওয়ার প্রতিষ্ঠিত হবে। নিমির্তব্য এই টাওয়ারের উচ্চতা ৭০৭ মিটার । জানা গেছে, এই টাওয়ার নির্মানে ৮০ বিলিয়ন জাপানী ইয়েন বরাদ্দ করা হয়।
২৭ সেপ্টেম্বর১৯৯৬ ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী নরসিমায়ের বিরুদ্ধে এক গুচ্ছ অপরাধের অভিযোগ
১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী গরোসিমহা রাওকে বেশ কয়েকটি অপরাধের অভিযোগ করা হয়।
২৭ সেপ্টেম্বর ১৮২৫ বিশ্বের প্রথম রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়
১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলপথ ব্রিটেনেআনুষ্ঠানিকভাবে চালু হয়। এই রেলপথে রাষ্ট্রীয় রেলপথ, স্থানীয় রেলপথ এবং বিশেষ ব্যবহৃত রেলপথ অন্তর্ভূক্ত।
২৭ সেপ্টেম্বর ১৯৯১ বিশ্ব বন সম্মেলনে প্যারিস বিবৃতি অনুমোদিত
১৯৯১ সালের ২৭ সেপ্টেম্বর দশম বিশ্ব বন সম্মেলন দশ দিন চলার পর সমাপ্ত হয়। এই সম্মেলনে বন সম্পদ সংরক্ষণ সংক্রান্ত 'প্যারিস বিবৃতি' গৃহীত হয়। এই বিবৃতিতে বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক , আন্তর্জাতিক সংস্থা এবং তথ্যমাধ্যমগুলোর উদ্দেশ্যে উন্নয়ন ও পরিবেশ সমস্যা, বনায়নের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
|