পাকিস্তানের সরকারী বাহিনী আর মিলিশিয়া-বাহিনী ২৬ সেপ্টেম্বর পাকিস্তান আর আফগানিস্তানের নিকটবর্তী মোহমান্দ অঞ্চল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
জানা গেছে, এই গোলাবারুদগুলো আফগানিস্তানের সীমারেখা থেকে ৬ কিলোমিটার দূরে খাজিনা গ্রামের একটি পরিবারে রক্ষিত ছিল। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ৪০০টি ক্ষেপণাস্ত্র, ৩৫০টি মর্টার গোলা, ৮ বাক্স স্থল মাইন, ৩টি ট্যাঙ্ক-বিরোধী স্থল মাইন এবং ৪২ বাক্স বিভিন্ন ব্যাসের গুলি ইত্যাদি।
বাড়ির মালিক তাজ মুহাম্মদ গ্রেফতার হয়েছে। তিনি বলেছেন, এই অস্ত্রগুলো আফগান যুদ্ধ থেকে তাঁর বাড়িতে রেখেছিলো।
|