v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-26 21:26:52    
১৯--২৬ সেপ্টেম্বর, ২০০৫ 

cri
চতুর্থ ছ'ক্ষীয় বৈঠক যৌথ বিবৃতি গৃহীত হওয়ার পর সমাপ্ত

কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় দফা সম্মেলন ১৯ সেপ্টেম্বর "চতুর্থ ছ'পক্ষীয় বৈঠক সংক্রান্ত যৌথ বিবৃতি" গৃহীত হওয়ার পর সমাপ্ত হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া যাবতীয় পারমাণবিক অস্ত্র এবং বর্তমান পরিকল্পণা ত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং যথাশীঘ্র "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি" আর আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার নিশ্চয়তা ও তত্ত্বাবধান ব্যবস্থায় ফিরে যাবে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, কোরীয় উপদ্বীপে কোনো পারমাণবিক অস্ত্র নেই, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও সাধারন অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ায় আঘাত হানা ও হস্তক্ষেপ করার মনোভাব নেই। অন্যান্য পক্ষ উত্তর কোরিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা, হেভী অয়েল ও বিদ্যুত্ সরবরাহ করতে এবং উত্তর কোরিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে রাজী হয়েছে।

বৈঠকের চেয়ারম্যান ও চীনা প্রতিনিধি দলের নেতা উ তাওয়েই সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিদেবার সময় বলেছেন, যৌথ বিবৃতি ছ'পক্ষীয় বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। বিভিন্ন পক্ষ নভেম্বরের প্রাথমিক দিকে পঞ্চম বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

এশীয় দুর্যোগ অপনোদন সম্মেলন পেইচিংয়ে হবে

চীনের উপ বেসামরিক প্রশাসন বিষয়ক উপমন্ত্রী চিয়া জিবাং ২২ সেপ্টেম্বর পেইচিংয়ে ঘোষণা করেছেন, এশীয় দুর্যোগ অপনোদন সম্মেলন ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হবে।

তিনি বলেছেন, গত জানুয়ারী ভারত মহাসাগরের সুনামী সংক্রান্ত একটি বিশেষ শীর্ষ সম্মেলনে চীন সরকারের প্রতিনিধি এবারকার সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবারকার প্রথম এশীয় অঞ্চলের দুর্যোগ অপনোদন বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন তারই ফলশ্রুতি।

তিনি বলেছেন, এবারকার সম্মেলনের লক্ষ্য হচ্ছে এশীয় দেশগুলোর দুর্যোগ অপনোদন ক্ষেত্রে অর্জিত সাফল্য প্রদর্শন করা, এশীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের সতর্কবাণী এবং তথ্য, প্রতিকার এবং দুর্যোগ অপনোদন ও সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রের অভিজ্ঞতা আদান-প্রদান করা, এশীয় অঞ্চলের দুর্যোগ অপনোদন কাজের সহযোগিতা উন্নয়ন করা।

চীন-ভারত বৈঠক পেইচিংএ অনুষ্ঠিত হবে

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ২২ সেপ্টেম্বর পেইচিংএ বলেছেন, চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত বিশেষ প্রতিনিধিদের ষষ্ঠ বৈঠক এ মাসের ২৬ আর ২৭ তারিখ পেইচিংএ অনুষ্ঠিত হবে। মুখপাত্র ছিনকাং বলেছেন, চীন আর ভারতের বিশেষ প্রতিনিধিরা চীন-ভারত সীমান্ত সমস্যার নিষ্পত্তিতে দু' দেশের সরকারের স্বাক্ষরিত মৌলিক সমঝোতা চুক্তি অনুসারে দু' দেশের সর্ম্পকের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সীমান্ত সমস্যার কাঠামো নিষ্পত্তির উপায় অনুসন্ধান করবেন। চীন পক্ষ বিশ্বাস করে দু'পক্ষ এই মৌলিক নীতির আলোকে পরামর্শের মাধ্যমে উভয়ের গ্রহণযোগ্য নিষ্পত্তির পদ্ধতি খুঁজে বের করবে পারবে।

তাইওয়ানের শেষ ল্যাপটপ কম্পিউটার লাইন মূলভুভাগে স্থানান্তরিত

সম্প্রতি তাইওয়ানের শেষ ল্যাপটপ কম্পিউটার উত্পাদন লাইন বন্ধ হয়েছে । এই উত্পাদন লাইন মূলভুখন্ডে স্থানান্তরিত হচ্ছে । এই কম্পিউটার কম্পানির একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , এই উত্পাদন লাইন মূলভুখন্ডে স্থানান্তরিত করার কোনো বিকল্প নেই ।

জানা গেছে , তাইওয়ান গোটা পৃথিবীর বৃহত্তম ল্যাপটপ কম্পিউটার উত্পাদন ঘাঁটি ছিল । মূলভুভাগের শ্রম শক্তি সস্তা , সরকারী সুযোগসুবিধা বেশী আর খুচরা অংশের প্রকার সংখ্যা বেশী বলে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের অনেক ল্যাপটপ কম্পিউটার ব্যবসায়ী তাদের উত্পাদন লাইন মূলভুভাগে সরিয়ে নেয় ।

বিশেষজ্ঞরা বলেছেন , এ বছর গোটা পৃথিবীর শতকরা ৭০ ভাগ ল্যাপটপ কম্পিউটার চীনের মূলভুভাগে তৈরী করা হবে ।

প্রিয় শ্রোতা বন্ধুরা এবার নজর দেয়া যাক দক্ষিণ এশিয়ার দিকে:

মুশাররফঃ ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অগ্রগতি হয়েছে

পাকিস্তানের প্রেসিডেণ্ট পারভেজ মুশাররফ ১৮ সেপ্টেম্বর বলেছেন, নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তিনি যে বৈঠক করেছেন, সে বৈঠকে দু'দেশের সীমান্ত সমস্যা সমাধানের অনেক অগ্রগতি অর্জিত হয়েছে।

মার্কিন "টাইম" ম্যাগজিনকে দেওয়া একটি সাক্ষাত্কারে মুশাররফ বলেছেন, সে বৈঠকে দু'পক্ষ উভয়েই অব্যাহতভাবে দু'দেশের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সিয়াচেন হিমবাহ ও সিরক্রিক সামগ্রিক সীমান্ত সমস্যায় দু'পক্ষ ইতিবাচক মতৈক্য অর্জন করেছে।

পাক-ভারত দু'নেতার বৈঠকের বাস্তব সাফল্য নেই বলে অধিকাংশ সংবাদ মাধ্যম মন্তব্য করছে। এ প্রসঙ্গে মুশাররফ বলেছেন, দু'দেশ অব্যাহতভাবে এ বৈঠকের বিষয় গোপনে রাখবে, যাতে চরমপন্থীরা শান্তি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।

পাক-ভারত সীমান্ত নিরাপত্তা বিষয় নিয়ে বৈঠক

পকিস্তান ও ভারতের সীমান্ত কর্মকর্তারা ২৪ সেপ্টেম্বর পাকিস্তানের সীমান্ত শহর খোখরাপারে সীমান্ত নিরাপত্তা সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেছেন।

বৈঠকে দু'পক্ষের সীমান্ত বাহিনীর কর্মকর্তারা চোরাচালান, অবৈধ সীমান্ত লংঘন করা, মাদকদ্রব্য পাচার রোধ, যৌথ প্রহরা এবং বন্দী বিনিময় ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করেছেন, এবং এ বিষয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

জানা গেছে, ২৬ সেপ্টেম্বর দু'পক্ষ ভারতে পাকিস্তানের লাহোর ও নানকানা সাহিব থেকে ভারতের অমৃতসর পর্যন্ত সড়ক যোগাযোগ চালুর বিষয়ে পরামর্শ করবে।

বন্ধুরা! এবার দৃষ্টি দেয়া যাক বাদবাকি বিশ্বের দিকে !

ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ওপর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা(আইএইএ) ২৪ সেপ্টেম্বর বিকালে ইউরোপীয় ইউনিয়ন উত্থাপিত ইরানের পারমাণবিক সমস্যা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিভিন্ন পক্ষ এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নানৌশের মোত্তাকি একইদিন রাতে তেহরানে বলেছেন, এই সিদ্ধান্ত হচ্ছে বেআইনী এবং তারা তা মানতে অস্বীকার করেছেন।

আইএইএ'তে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গ্রেগরি সুল্টে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা।

আইএইএ'র মহাপরিচালক মোহাম্মেদ আল-বারাদেই বলেছেন, সংলাপ ও কূটনৈতিক উপায়ের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের সুযোগ বেশি। তিনি আশা করেন, বিভিন্ন পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার প্রক্রিয়ায় ফিরে আসবে।

চীনের প্রতিনিধি ইরান ও ইউরোপীয় ইউনিয়নের কাছে আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে ইরানের পারমাণবিক সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের আহ্বান জানিয়েছেন।

লি চাও শিং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চীনের মতাধিষ্ঠান ব্যাখ্যা করেছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের সাতদিনব্যাপী সাধারণ তর্কবিতর্ক ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে সমাপ্ত হয়েছে।

সাধারণ তর্কবিতর্ক চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধিরা শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত "ফলাফলের দলিল" কার্যকর করার জন্য যথাযথ মতামত প্রকাশ করেছেন, বিশেষ করে জোরালো ভাষায় বলেছেন যে, উন্নয়ন সমস্যা এবং দারিদ্র্য বিমোচনের উপর গুরুত্ব দেয়া উচিত, যাতে সময় মতো "সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা" বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

লি চাও শিং বলেন, জাতিসংঘের সংস্কার ও উন্নয়ন বিষয়টিকে প্রথম স্থানে রাখা উচিত। চীন শান্তিপূর্ণ, সমন্বিত ও মিলিত উন্নয়ন সমর্থন করে।

লি চাও শিং আন্তর্জাতিক সমাজের প্রতি আফ্রিকান সমস্যার উপর গুরুত্ব দেয়া এবং নিরাপত্তা পরিষদে আফ্রিকান দেশগুলোর ভূমিকা জোরদার করার দাবি জানিয়েছেন।

সাধারণ পরিষদের বর্তমান চেয়ারম্যান জান এলিয়াসোন সাধারণ তর্কবিতর্ক শেষে দেয়া বক্তৃতায় বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদ বিভিন্ন সদস্য দেশগুলোর সঙ্গে জাতিসংঘের ভূমিকা আরো ভালোভাবে পালন করার জন্য মিলিত প্রচেষ্টা চালাবে।

আসিয়ান আন্ত:সংসদ সংস্থার ২৬তম অধিবেশন সমাপ্ত

আসিয়ান আন্ত: সংসদ সংস্থার ২৬তম অধিবেশন ৪ দিন চলার পর ২২ সেপ্টেম্বর লাওসের রাজধানী ভিয়েনটিয়ানে সমাপ্ত হয়েছে। অধিবেশনে রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি এবং সংস্থার গঠন ইত্যাদি ২২ দফা প্রস্তাব অনুমোদিত হয়েছে। অধিবেশনে অংশ গ্রহণকারী ১০টি দেশের প্রতিনিধিদের প্রকাশিত একটি যুক্ত ইস্তেহারে বলা হয়েছে, শান্তি আর নিরাপত্তা, আর্থ-বাণিজ্য আর পর্যটন, পরিবেশ আর প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা, শিক্ষা আর সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে আসিয়ান আন্ত:সংসদ সংস্থার পর্যবেক্ষকদেশগুলোর মধ্যে আদান-প্রদান আর সহযোগিতা আরও গভীরে প্রসারিত হবে।

জুনিচিরো কোইজুমি আবার জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত

জাপানের প্রতিনিধি পরিষদ ২১ সেপ্টেম্বর বিকেলে আবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জুনিচিরো কোইজুমিকে জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে ।

প্রতিনিধি পরিষদের প্রধানমন্ত্রী নির্বাচনে কোইজুমি ৩৪০টি ভোট পেয়েছেন । এটা মোট ভোটের অর্ধেকের চেয়ে এক শটি বেশী । সিনেটের মনোনয়ন নির্বাচণে তিনি মোট ২৩৬ টি ভোটের ১৩৪টি পেয়েছেন । জানা গেছে , প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর কোইজুমি বলেছেন , বর্তমান মন্ত্রী পরিষদের ১৭জনের পদ পরিবর্তিত হবে না । নাকাসোনে ইয়াসুহিরোর পর কোইজুমিই দ্বিতীয় ব্যক্তি, যিনি পর পর তিনবার জাপানের প্রধানমন্ত্রী হলেন ।

২১ সেপ্টেম্বর কোইজুমি রাজপ্রাসাদে সম্রাটের নিয়োগপত্র গ্রহণ করেছেন ।

জার্মানীর দুই বৃহত্তম পার্টির সরকার গঠন নিয়ে পরামর্শ

জার্মানীর ক্ষমতাসীন এস.পি.ডি পার্টি ও বৃহত্তম বিরোধী জোটের নেতারা ২২ সেপ্টেম্বর সাধারণ নির্বাচনের পর প্রথমবার মন্ত্রীসভার গঠন নিয়ে পরামর্শ করেছেন ।

এস.পি.ডির চেয়ারম্যান ফ্রান্জ মিনটেফিরিং , বর্তমান চ্যানেনলর শ্রোয়েডার এবং জোট নেতাদের মধ্যে সি.ডি.ইউ'র চেয়ারম্যান এনজেলা মের্কেল ও সি.এস.ইউ-এর চেয়ারম্যান এডমন্দ্র স্টইবার মহা যৌথ সরকারের গঠন নিয়ে পরামর্শ করেছেন । দু'পক্ষই যার যার পার্টির পদপ্রার্থীকে নতুন সরকারের চ্যানেনলর বানাতে চায় , তাই এবারকার পরামর্শে কোনো ফলাফল হয় নি । দু'পক্ষ আগামী সপ্তাহে আবার পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে ।

সি.ডি.ইউ-এর চেয়ারম্যান মের্কেল বলেছেন , প্রথম পরামর্শ গঠনমূলক । তিনি আশা করেন পরবর্তী পরামর্শে দু'পক্ষ মন্ত্রিসভা গঠনের বিস্তারিত সমস্যা নিয়ে আলোচনা করবে ।

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত

ইউক্রেনের প্রেসিডেন্ট ইউশ্চেনকো ২২ সেপ্টেম্বর কিয়েভে অধ্যাদেশ স্বাক্ষর করে ইউরি ইয়েখানুরফকে সরকারের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন।

ইউশেনকো যে ইয়েখুনুরফকে মনীত করেছেন , ইউক্রেনের সর্বোচ্চ সংসদ একইদিন সকালে আবার সম্মেলন আয়োজন করে তা যাচাই করেছে , ফলে ২৮৯ ভোটে এই মনোনয়ন গৃহিত হয়েছে ।

১৯৯১ সালে ইউক্রেন স্বাধীন হওয়ার পর ইয়েখানুরফ চতুর্দশ মেয়াদের প্রধানমন্ত্রী ।

হারিকেন রিটায় সংঘটিত ক্ষয়ক্ষতি অনুমানের চেয়ে কম

২৪ সেপ্টেম্বর ভোরে হারিকেন রিটার আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য আর লুইজিয়ানা অঙ্গরাজ্যের কতকগুলো উপকূলীয় মাঝারি আর ছোট নগর গুরুতর বন্যা কবলিত হয়েছে এবং সম্পত্তির ভিন্ন মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে । সংশ্লিষ্ট অঞ্চলগুলো থেকে আগে থেকে অধিবাসীদের ব্যাপকভাবে সরানোর দরুণ হারিকেন রিটায় ব্যাপক প্রাণহানি হয় নি । হ্যারিকেনে যে ক্ষয়ক্ষতি হয়েছে , তা অনুমানের চেয়ে অল্প হয়েছে ।

মার্কিন কেন্দ্রীয় জরুরী ব্যবস্থা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডেভিড পাওলিসন একই দিন বলেছেন , এ থেকে প্রতিপন্ন হয়েছে যে , উপকূলীয় অঞ্চর থেকে এবারকার অধিবাসী সরানো বিষয়ক পরিকল্পনা ফলপ্রসূ হয়েছে । এ পর্যন্ত হারিকেন রিটা কবলিত এলাকাগুলোতে শুধু ১জন প্রাণ হারিয়েছে ।

প্রিয় উবন্ধুরা,গেল সপ্তাহ আজকের মতো শেষ হচ্ছে।আগামী সপ্তাহে আমি আবার গুরুত্বপর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হবো।আশা করি, আপনারাও যথাসময়ে বেতারযন্ত্রটি সামনে নিয়ে বসবেন।আজকের আসর শোনার জন্য অনেক ধন্যবাদ।