রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই ইভানোভ ২৬ সেপ্টেম্বর মস্কোতে বলেছেন , রাশিয়া আর ভারত সামনের অক্টোবর মাসে ভারত মহাসাগরে যৌথভাবে সামরিক মহড়া চালাবে ।
একই দিন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন আর সরকারের সদস্যদের একটি অধিবেশনে তিনি এ কথা ঘোষণা করেছেন । তিনি বলেছেন , রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ৫টি যুদ্ধ জাহাজ আর ১টি ডুবো জাহাজ গত সপ্তাহে ভারত মহাসাগরের দিকে রওয়ানা হয়েছে এবং অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ভারতের সশস্ত্র বাহিনী আর নৌ বাহিনীর সংগে যৌথভাবে সামরিক মহড়া চালাবে ।
|