তৃতীয় ইউরোপ-এশিয়া সড়ক পরিবহণ অধিবেশন ২৬ সেপ্টেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের যোগাযোগ মন্ত্রী চাং ছুন সিয়েন বলেছেন , এবারকার অধিবেশনের উদ্দেশ্য সড়ক পরিবহণের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক আদান প্রদানের প্ল্যাটফর্ম গড়ে তোলা , এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সংগে চীনের যোগাযোগ ও পরিবহণের উন্নয়ন ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক যোগাযোগ ও পরিবহণের সার্বিক মান আরো উন্নত করা ।
চীনের যোগাযোগ মন্ত্রনালয় আর আন্তর্জাতিক সড়ক পরিবহণ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত দু'দিনব্যাপী এই অধিবেশনে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সরকার , আন্তর্জাতিক সংস্থা , আন্তর্জাতিক আর্থিক সংস্থা আর বিশ্বের প্রসিদ্ধ পরিবহণ শিল্প সংস্থার মোট ৮ শোরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন ।
|