জাপানের প্রধান- মন্ত্রী জুনিচিরো কোইজুমি ২৬ সেপ্টেম্বর সংসদে বক্তৃতা দেয়ার সময় বলেছেন , বর্তমান মন্ত্রিসভা দৃঢ়ভাবে সরকারী প্রতিষ্ঠানের সংস্কার কার্যকরী করবে আর সরকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা কমাবে ।
তিনি পুনরায় ঘোষণা করেছেন যে , ডাক বিভাগ বেসরকারী সংস্থায় পরিণত করার যে সংস্কার চালানো হয়েছে , তা প্রশাসন , অর্থ , অর্থনীতি , ব্যাংকিং প্রভৃতি সকল ক্ষেত্রে সংস্কার চালানোর চাবিকাঠি ।
তিনি আরো বলেছেন , জাপান ব্যাপক ক্ষেত্রে চীন আর দক্ষিণ কোরিয়ার সংগে সহযোগিতা জোরদার করবে এবং পারস্পরিক উপলব্ধি আর আস্থার ভিত্তিতে ভবিষ্যতমুখী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে । তিনি সংগে সংগে আশা করেন যে , জাপানী অপহরণ , কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা আর ক্ষেপনাস্ত্র সমস্যা সার্বিকভাবে নিষ্পত্তি করার মাধ্যমে উত্তর কোরিয়ার সংগে সম্পর্কের স্বাভাবিকীকরণ বাস্তবায়িত করতে প্রচেষ্টা চালানো হবে ।
|