ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক হো হৌ হুয়া ২৬ সেপ্টেম্বর তৃতীয় বিধান সভার নির্বাচন প্রসঙ্গে দেয়া ভাষণে সকল প্রার্থীকে শ্রদ্ধা, এবং নির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেছেন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের তৃতীয় বিধান সভার সফল নির্বাচনে প্রতিফলিত হয়েছে যে, "একদেশে দুই সমাজব্যবস্থার নীতি ", ম্যাকাওবাসীদের দ্বারা ম্যাকাও শাসন", এবং উচ্চপর্যায়ের স্বশাসনের মৌলিক নীতি ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের আরও এক ধাপ অগ্রগতি লাভ করেছে। তাছাড়া ম্যাকাও বাসীরা মৌলিক আইন এবং সংশ্লিষ্ট নির্বাচন আইন আনুযায়ী, সক্রীয়ভাবে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেছেন।
|