v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-26 10:34:25    
২৬ সেপ্টেম্বর

cri
    ২৬ সেপ্টেম্বর ১৯৮৪ চীন-ব্রিটেন হংকং বিষয়ক যুক্ত বিবৃতি স্বাক্ষরিত

    ১৯৮৪ সালের ২৬ সেপ্টেম্বর পেইচিংএ চীন আর ব্রিটেনের মধ্যে হংকং বিষয়ক যুক্ত বিবৃতি স্বাক্ষরিত হয়। বিবৃতিতে নিধার্রন করা হয় ১৯৯৭ সালের ১ জুলাই চীন সরকার হংকং ফিরিয়ে নেবে এবং হংকংএর উপর চীনের সার্বভৌমত্ব পুণ:প্রতিষ্ঠিত হবে।বিবৃতিতে বলা হয় , হংকংএর সমৃদ্ধি আর স্থিতিশীলতাসুনিশ্চিত করার জন্য হংকং চীনের মূল ভূভাগে প্রত্যার্বতনের পর হংকংএর পুঁজিবাদ ব্যবস্থা ও জীবনযাপনের পদ্ধতি ৫০ বছরের মধ্যে অপরিবর্তিত থাকবে। হংকংএ চীনের কেন্দ্রীয় সরকারের শাসননাধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে। হংকংবাসীরা হংকং শাসন করবেন এবং উচ্চ পর্যায়ের স্বতন্ত্র উপভোগ করবেন।

    ২৬ সেপ্টেম্বর ১৯৯৮ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা টোকিওতে শুরু হয়

    ১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতারআয়োজন করা হয়। সে বার প্রতিযোগিতায় মিস পানামা শীরোপা অর্জন করেন। মিস ভেনিজুয়েলা আর মিস ভারত যথাক্রমে রানাস আপ আর তৃতীয় স্থান পান।

    ২৬ সেপ্টেম্বর ১৯৫৮ চীনের ভারোত্তোলন ক্রিড়াবিদ জেন চিন খেই এই ইভেন্টে প্রথমবার শীরোপা অর্জন করেন

    ১৯৫৮ সালের ২৬ সেপ্টেম্বর তত্কালীণ পুর্ব জার্মানীর লাবিস শহরে অনুষ্ঠিত ভারোত্তোলন প্রতিযোগিতায় চীনের ক্রিড়াবিদ জেন চিন খেই এই ইভেন্টে প্রথমবারের মতো শীরোপা অর্জন করেন।

    ২৬ সেপ্টেম্বর ১৯৬০ কেনেডি আর নিকসনের মধ্যে প্রথম টেলিভিশন বির্তক

    ১৯৬০ সালের ২৬ সেপ্টেম্বর তত্কালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট নিকসন আর সিনেটর কেনেডির মধ্যে টেনিভিশনে প্রেসিডেন্ট পদে প্রাথীর্তানিয়ে বির্তক হয়। দু'ঘটা-ব্যাপী বির্তকে দু'জনের মধ্যে নানা বিষয় নিয়ে তুমুল বির্তক হয়। অবশেষে দু'জনের মধ্যে ড্র হয়।

    ২৬ সেপ্টেম্বর ১৯৮০ আন্তর্জাতিক মহাশুন্য যুক্ত ইউনিয়ন চীনকে সদস্য দেশ হিসেবে গ্রহণ করে

    ১৯৮০ সালের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক মহাশূন্য যুক্ত ইউনিয়ন চীনকে আনুষ্ঠানিকভাবে এই ইউনিয়নের সদস্য হিসেবে গ্রহণ করে। ১৯৫৯ সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক মহাশূন্য যুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। মহাশূন্য বিজ্ঞান সম্বন্ধেজানার আগ্রহ বাড়ানো এবং মহাশূন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে শান্তিমূলকভাবে কাজে লাগানোর উত্সাহ দেওয়া এই সংস্থা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য।

    ২৬ সেপ্টেম্বর ১৯৮৫ প্রাক্তন সৌভিয়েত ইউনিয়ন মহাশূন্য নভোচারী পরিবর্তন করে

    ১৯৮৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দু'জন নভোচারী 'ইউনিয়ন টি--১৩ নভোযানে চড়ে সাফল্যজনকভাবে ভূ-পৃষ্ঠে প্রত্যাবর্তন করেন। এর আগে যখন মহাশূন্যে দু'জন নভোচারী বৈজ্ঞানিক পরীক্ষা করেন তখন ভু-পৃষ্ঠের পরিচালনা কেন্দ্রের নির্দেশে মহাশূন্য স্টেশনে কর্মররত নভোচারীদের মধ্যে একজন নভোচারী মহাশূন্য স্টেশন বের হয়ে মহাশূন্যে কর্মররত নভোচারীদের স্থলাভিসিক্ত হন।