ইরাকের পুলিশ ২৫ সেপ্টেম্বর জানিয়েছে, একই দিন ভোর বেলায় বাগদাদের পূর্বাঞ্চলের সাদর নগরে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী আর ইরাকের সশস্ত্র ব্যক্তিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটেছে, কমপক্ষে ৮ জন ইরাকী সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে ।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সেই দিন সকাল প্রায় ২টায় মার্কিন বাহিনী ইরাকের শিয়া সম্প্রদায়ের নেতা মোখতাদা সাদরের মেহদি বাহিনীর নেতাদের গ্রেফতার করার জন্য সাদর নগরে প্রবেশ করে এবং স্থানীয় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ দেড় ঘন্টা ধরে চলে। এতে কমপক্ষে ৮ জন সশস্ত্র ব্যক্তি মার্কিন বাহিনীর গুলিতে নিহত হয়েছে। অবশেষে মার্কিন বাহিনী মেহদি বাহিনীর কোন নেতাকে খুঁজে না পেয়ে সরে যায়।
ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র বলেছেন, সংঘর্ষে মার্কিন বাহিনীর কেউ হতাহত হয় নি ।
|