চীনের বিজ্ঞান একাডেমীর সদস্য চৌ কান চি ২৫ সেপ্টেম্বর পশ্চিম চীনের সিআন শহরে বলেছেন , ২০২০সালে চীনে নগরায়ণ হার শতকরা ৫০ থেকে ৫৫ ভাগে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে ।
একই দিন শুরু হওয়া চীনের শহরগুলোর কার্যক্রম- ২০০৫ বার্ষিক অধিবেশনে তিনি এ কথা বলেছেন । তিনি এখন চীনের শহরগুলোর কার্যক্রম সমিতির মহাসচিব । তিনি বলেছেন , অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাওয়ার সংগে সংগে গত ১০ বছরে চীনে নগরায়ণ হার শতকরা ২০ ভাগ থেকে বেড়ে শতকরা ৪০ ভাগে দাঁড়িয়েছে । এই প্রবণতা এখনো বাড়ছে । তার মূল কারণ হলঃ শহরে গ্রামীণ লোকসংখ্যার ব্যাপক প্রবেশ আর শহরের নির্মাণকাজে বড় অংকের অর্থ বরাদ্দ বজায় রাখা ।
|