আসিয়ান ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের (দশ+এক) চতুর্থ দফা আলোচনা ২৫ সেপ্টেম্বর সকালে লাওসের রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। দু'পক্ষ 'চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল' প্রতিষ্ঠার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে।
এবারকার আলোচনায় অংশ গ্রহনকারী চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা চাং শাও কাং বলেছেন, এ আলোচনা হচ্ছে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আসিয়ানের অর্থমন্ত্রীদের ৩৭তম সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক।
পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান, লাওসের বৈদেশিক বাণিজ্য উপ-মন্ত্রী বোনসম্ ফোমাভিহানে বলেছেন, এবারকার আলোচনা চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উপায় , পণ্য ও পরিসেবা বাণিজ্যের সংশ্লিষ্ট আলোচনা এবং সংশ্লিষ্ট পুঁজি বিনিয়োগ ক্ষেত্রের সংলাপের সঙ্গে সম্পর্কিত ছিল। আলোচনা সফল হয়েছে।
|