২৪ সেপ্টেম্বর ব্রিটেনের রাজধানী লন্ডন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আলাদা আলাদাভাবে যুদ্ধ বিরোধী মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ইরাক থেকে তাদের বাহিনী ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোক যুদ্ধ বিরোধী মানুষ ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে সমবেত হয় এবং হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ মিছিল করে, বুশ সরকারের কাছে বিপুল যুদ্ধ ব্যয় শিক্ষা শিল্প ও কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে বরাদ্দ করার আহ্বান জানান।
একই দিন কয়েক হাজার বিক্ষোভকারীরা লন্ডন শহরের কেন্দ্রে যুদ্ধ বিরোধী মিছিল করে। ব্রিটিশ সরকারের কাছে ইরাক থেকে তাদের বাহিনী ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
|