২৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, শত বছরের উন্নয়নের পর চীনের যাদুঘরের মোট সংখ্যা এখন ২৩০০টিরও বেশি হয়েছে। সংরক্ষিত পণ্যের পরিমাণ ২ কোটির বেশি। প্রতি বছরে যাদুঘরে যাওয়ার দর্শকদের সংখ্যা ১৫ কোটির বেশি।
জানা গেছে, গত বছরের মে মাস থেকে চীনে বুনিয়াদী "গণ সাংস্কৃতিক কর্মসূচি অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রমুখ সামাজিক গোষ্ঠীর কাছে বিনা মূল্যে উন্মুক্ত করার নীতি চালু করার পর কেবল জাতীয় পুরাকীর্তি ধরনের যাদুঘরগুলোতে বিনা মূল্যে ২ কোটির বেশি অপ্রাপ্তবয়স্ক দর্শক পরিদর্শন করেছে।
|