২৩ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় যাদুঘর সূত্রে জানা গেছে , ব্রিটেনের ব্রিটিশ যাদুঘর আর ভিক্টোরিয়া ও আলবার্ট যাদুঘর চীনের যাদুঘরের সংগে ইতিহাসের বৃহত্তম সহযোগিতা চালাবে , যাতে দুদেশের দর্শকরা যার যার দেশে অপর দেশের পুরাকীর্তি দেখতে পারেন ।
খবরে প্রকাশ , চীনে প্রদর্শনের জন্য ব্রিটিশ যাদুঘর চীনের রাষ্ট্রীয় যাদুঘরের কাছে তার সংরক্ষিত পুরাকীর্তি ধার দেবে । প্রথম প্রদর্শনী ২০০৮সালে চীনের রাষ্ট্রীয় যাদুঘরের সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন হবার পর দেখানো হবে । এর মধ্যে মিসরের পুরাকীর্তিও অন্তর্ভুক্ত থাকবে । লন্ডনে প্রদর্শনের জন্য চীনের রাষ্ট্রীয় যাদুঘর চীনের পুরাকীর্তি ধার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ।
এবছর থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের মধ্যে লন্ডনের ভিক্টোরিয়া এন্ড আলবার্ট যাদুঘর আর চীনের যাদুঘরের মধ্যে ধারাবাহিক কতকগুলো সহযোগিতা প্রকল্প চালানো হবে ।
|