ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস ২৩ সেপ্টেম্বর উত্তর গাজা এলাকায় সশস্ত্র মিছিল করার সময় হঠাত্ ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে হামাসের উচ্চপদস্থ একজন নেতাসহ শতাধিক লোক হতাহত হয়েছে।
প্রাথমিক পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এ পর্যন্ত ১৯ জন নিহত এবং ৮০ জনের বেশী আহত হয়েছে। কয়েক জনের আঘাত গুরুতর। নিহতদের মধ্যে হামাসের একটি জাঙ্গঁ গ্রুপ কাসাম ব্রিগেডের উত্তর গাজা এলাকার নেতা আহমেদ রানদুর্ রয়েছেন।
এখনো বোমা বিস্ফোরণের কারণ জানা যায়নি। হামাস বলেছে ইস্রাইলের হেলিকপ্টার গানশিপ ক্ষেপণাস্ত্র করেছে। কিন্তু ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মনে করেন যান্ত্রিক ত্রুটি কারণে বোমা বিস্ফোরণ ঘটেছে। ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এবারকার বোমা বিস্ফোরণের সঙ্গে ইস্রাইলের সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।
|